নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে প্রতিষ্ঠিত করব,মানবতার সমাজ গড়বো ইনশাআল্লাহ।

মোঃ হৃদয় মোল্লা

বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ

মোঃ হৃদয় মোল্লা › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনীয় দোয়া,পর্ব-১

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৫

আল্লাহ বলেন,তোমরা তোমাদের রবের স্মরণ করো মনের মধ্যে,দীনতার সাথে ও ভীতি সহকারে,উচ্চ আওয়াজ করে নয় বরং নিম্নস্বরে,সকাল এবং সন্ধ্যায়।আর তোমরা গাফিলদের অন্তর্ভূক্ত হয়ো না[সূরা:আল-আ'রাফ,২০৫]

রসূল(সাঃ) বলেছেন,"যে ব্যক্তি তার রবের স্মরণ(যিকির) করে আর যে করে না তার উপমা হলো জীবিত ও মৃতের ন্যায়"[বুখারী]

ঘুম থেকে জাগার দোয়া:-
আলহামদুলিল্লা হিল্লাযি আহইয়ানা বা'দা মা আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর।

কাপড় পরিধানের দোয়া:-
আলহামদুলিল্লা হিল্লাযি কাসা-নী হা-যা ওয়া রযাক্বনীহি মিং গইরি হাওলিম্ মিন্নী ওয়ালাক্বুউয়াহ।

নতুন কাপড় পরিধানের দোয়া:-
আল্লহুম্মা লাকাল হামদু আংতা কাসাওতানীহি আসআলুকা মিং খইরিহী ওয়া খইরি মা সুনি'আ লাহু,ওয়া আ'ঊযুবিকা মিং শাররিহী ওয়া শাররিমা সুনি'আ লাহু।

কাপড় খুলে রাখার দোয়া:-
বিসমিল্লা-হি।

পায়খানায় প্রবেশের দোয়া:-
বিসমিল্লা-হি,আল্লহুম্মা ইন্নি আ'উযুবিকা মিনাল খুবছি ওয়াল খবা-ইছ।

পায়খানা থেকে বের হওয়ার দোয়া:-
গুফরো-নাকা।
ওযুর পূর্বে দোয়া:-
বিসমিল্লাহ।

ওযুর শেষে দোয়া:-
১ম অংশ:- আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'আবদুহু ওয়া রসুলুহু।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৮

মোঃ হৃদয় মোল্লা বলেছেন: খুবই ভালো পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.