![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ
ভ্রান্ত আকীদার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কেননা আমল যত সুন্দরই হোক না কেন,আকীদা সহিহ না হলে তা আল্লাহর নিকট কখনোই কবুল হবে না।
আল্লাহ তা'আলা বলেন, "যে ব্যক্তি তার বিশ্বাসের সাথে কুফুরী করবে,তার আমল নষ্ট হয়ে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে"।
[সুরা মায়িদাহ;৫]
রাসুলুল্লাহ (সা) বলেছেন, " নিশ্চয়ই আল্লাহ তা'আলা কোনো আমল কবুল করবেন না,যদি তাঁর জন্য তা খালেছ হৃদয়ে ও তাঁর সন্তুষ্টির জন্য না করা হয়।"
[নাসাঈ,হা/৩১৪০]
আকীদাভ্রষ্ট আমলকারীদেরকে রাসুলুল্লাহ (সা) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
"তারা ইসলাম থেকে এমনভাবে বহিস্কৃত হবে যে,তাদের সাথে ইসলামের কোনো অংশ পর্যন্ত থাকবে না।"
[সহিহ বুখারী,হা/৫০৫৮;মিশকাত,হা/৫৮৯৪]
শায়খ বিন বায (রহঃ) বলেছেন, "কোনো কথা ও কাজ যদি বিশুদ্ধ আকীদার মানদণ্ডে প্রকাশিত হয় তবে তা গ্রহণযোগ্য হবে,অন্যথায় বাতিল বলে গণ্য হবে।"
[আল-আকীদাতুছ ছহীহাহ ওয়ামা ইউযাদ্দুহা]
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।