নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

সাবধান হউন এবং অন্যকে সাবধান করুন

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আমরা অনেক আগে থেকেই শুনে আসছি ছিনতাই এর রং বেরংয়ের গল্প ।আচ্ছা বলুন তো যারা ছিনতাই করে তারা কি সব সময় হাতিয়ার ব্যবহার করে ছিনতাই করে ?বিভিন্ন কায়দা কৌশলে ছিনতাই করে ছিনতাইকারীরা ।চকলেট পান সুগন্ধি এগুলোতো পূরাতন কৌশল ।ইদানিং দেখা যাচ্ছে রাস্তায় টাকা ফেলে ছিনতাই করতে ।ভ্যান রিকশা CNG চালকরা আগে থেকেই একটি নিদিষ্ট স্হানে টাকা ফেলে রাখছে ।টাকাটা ভাজ করা ।এই ভাজ করা টাকার মধ্যে এক বা একাধিক স্বর্শের মত পদার্থ সহ একটি পত্র পাওযা যায় ।পত্র খানা বেশীর ভাগ এইভাবে লেখা ।নিপেন বাবু স্বর্ণকার,আমার নমস্কার নিবেন ।আমি যাইতে না পারিয়া আমার ভাতিজার কাছে দুই ভরি থান স্বর্ণ পাঠালাম ।সুন্দর করিয়া দুই খানা চেইন মালা বানাইয়া দিবেন ।ইতি আপনার বন্ধু জতিন বাবু টাকাটা যে জায়গায় ফেলে রেখেছে চালক সেই জায়গায় পৌছানোর পর চালক ঢাক ঢোল পিটিয়ে টাকাটা পাচ্ছে ।টাকাটা পাওয়ার পর দেখতে দেওয়া হচ্ছে যাত্রীকে দেখেন তো টাকার মধ্য কি এগুলো ।আপনি যদি লোভী হন তো হয়ে গেলও কাজ ।লোভী যদি না হন আপনাকে লোভ দেখাতে আরও কৌশল ব্যাবহার করবে চালক ।যেমন ধরুন চালকের সহযোগী আছে ।তাদেরকেও রাখা আছে বিভিন্ন পযেন্টয়ে ।তাদের কাছে পৌছানোর পর তারা যাত্রী হিসাবে আসবে ।আসা মাত্রই চালক তার সহযোগীদের বলবে দেখেনতো এটা কি ।আরে ভাই এটাতো স্বর্ণ বেচবে এটা ।দাড়াও আমার বাসা এখানে আমি টাকা নিয়ে আসছি।টাকা আনতে চলে গেলও চালক আপনাকেও নিয়ে চললো ।যে লোকটি টাকা আনতে গেলও তার জন্য দেরী করবেনা চালক । আপনি যতক্ষণ তা লোভে পড়ে বলবেন এই স্বর্ণ আমাকে দাও ততক্ষণ এই ভাবে লোক আসতে থাকবে আপনাকে লোভ দেখানোর জন্য ।অবশেষে আপনি যদি লোভে না পড়েন বিভিন্ন সমাস্যার কথা বলে চালক আপনার গন্তব্য স্হলে না গিয়ে অন্য গাড়ীতে উঠাইয়া দেবে আপনাকে ।এই নতুন চালকও কিন্তু আগের চালকের সহযোগী ।সহজ ভাবে না পাওয়াতে এবারই ছিনতাইকারীরা শেষ কর্মটি করবে সুগন্ধি বা অন্য কোনও কায়দায়।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অজানাবন্ধু বলেছেন: ধন্যবাদ ভাইজান।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

নীলতিমি বলেছেন: সতেচনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ। :) :)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আপনাদেরকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.