![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
বাংলাদেশে ঠাকুর কম থাকার কারণে অনেক দূরে যেতে হয় পূজার কাজে ঠাকুরদের ।গদখালী কালীবাড়ির ঠাকুর পূজার কাজে আজ যাচ্ছে বিশ কিলোমিটার দূরে তাও আবার বাইসাইকেলে ।মুরুব্বী ঠাকুর গন্তব্য স্হলের দিকে বার কিলোমিটার মত চলে গেছে হঠাত্ মোবাইল বেজে উঠল আপনি কি ঠাকুর মশাই ?
ঠাকুর : হ্যা ,আমি গদখালী কালীবাড়ির ঠাকুর
।ঠাকুরের কথা শেষ করার আগেই মোবাইল থেকে আওয়াজ এলো
।আমি কালী বাড়ি অপেক্ষা করছি ব্যস্ত আসুন
।কথা শুনে বোঝা যাচ্ছে খুবই বিজি ম্যান ।
ঠাকুর কিছু বলার আগেই লাইন কেটে দিল ।ঠাকুর তেমন কিছু বুঝতে না পেরে গন্তব্য স্হল দিকে আবার রওনা দিলো ।কিছুক্ষন পর আবার রিং বেজে উঠল ঠাকুরের মোবাইলে ।রিসিভ করে ঠাকুর কিছু বলতে গেল ,তবে পারলোনা ।সেই লোক আবার ব্যস্ত হয়ে
,আরে দাদা জলদি আসুন আমি বসে আছি আপনার অপেক্ষায়
।ঠাকুর আবারও কিছু বলতে পারলোনা, কেটে দিল সংযোগ ।ব্যস্ততার ভঙ্গি শুনে ঠাকুর ধারণা করলো হয়তোবা খুবই দামী লোক উপর থেকে এসেছে ।গন্তব্য স্হল না গিয়ে গদখালী কালী বাড়ির দিকে ফিরে আসার জন্য রওনা দিলেন ।সামান্য সামান্য বিরতি নিয়ে লোকটি বার বার কলে যাচ্ছে ।মুরুব্বি ঠাকুর খুবই কষ্ট করে যত ব্যস্ত পারলেন চলে এলেন কালীবাড়ি ।পড়িমরি করে এসে ঠাকুর দেখলেন কালীবাড়ির সামনে এক যুবক দাড়িয়ে আছে ।
ঠাকুর :আমি ঠাকুর মশাই আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন ।
যুবক:হ্যা
ঠাকুর:বলেন তাহলে ।
যুবকটি বলল ঠাকুর মশাই আমি কখনও ঠাকুর দেখেনি তাই এসছিলাম
ঠাকুর তাহলে দেখতে এমন হয় !
আচ্ছা আসি ঠাকুর মশাই ।
সাইকেল চালিয়ে ঠাকুর এখন ক্লান্ত ।ঠাকুর কিছু বুঝে ওঠার আখেই যুবকটি চলে গেল ।
©somewhere in net ltd.