নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

যশোর পাসপোর্ট অফিসের এডির খপ্পরে এবার ব্লগার সহ অনলাইনে আবেদনকারীরা

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২

যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা ।এটা সম্ভব হয়েছে যশোর জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের প্রচেষ্টায় ।এই মোস্তাফিজুর রহমানের উত্‍সাহ পেয়ে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করে ব্লগার ইব্রাহিম ।পাসপোর্ট অফিসে যাওয়ার আগে ব্লগার মোবাইলে যোগাযোগ করে জেলা প্রশাসকের সাথে ।তিনি ব্লগারকে বলেন সরাসরি এডি রাজের কাছে গিয়ে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান পাঠিয়েছে বলতে ।নাম বলার পরও পরে আসেন পরে আসেন বলে তিন বারের বার স্বাক্ষর করে তিন ঘন্টা পর তাও প্যাচাল বাঁধিয়ে ।জাতীয় পরিচয় পত্র আর প্রতায়ন পত্রে এডির পেট ভরছেনা তার নাগরিক সদন পত্র লাগবে ।ব্লগার বলছে জাতীয় পরিচয় পত্র যেখানে আছে নাগরিক সদন পত্র লাগবে এমন লেখাতো নেই ।বেশী বুঝেন না,যেটা বলি সেটা করেন বলে চলে যেতে বলে ব্লগারকে ।ব্লগার এডির কাছ থেকে এসে ছবি তুলতে যায় তবে হলোনা ।অনলাইনের ফরমও নাকি জমা দিতে হবে সাধারণ ফরমের জায়গায় তাও আবার লাইন দিয়ে ।করণীয় কিছু নেই লাইনে দাঁড়িয়ে জমা দেওয়ার পর একটা হাতে লেখা টোকেন দিল তাতে লেখা ছবি কখন তুলবে সেটার তারিখ ।আবার ব্লগার গেল এডির কাছে এডি সাহেব আপনার সাক্ষর নিতে গেল তিন ঘন্টা তার পরে যদি আবার লাইনে দাঁড়িয়ে জমা দিতে হয় তাহলে আপনার সাক্ষরের কি দরকার আবার অনলাইনের কি প্রয়োজন ।কথা গুলো শেষ হবার আগেই এডি রেগে গিয়ে বললেন আপনি কি মিনিষ্টার লাইনে দাড়াবেন না ।যান যান বলে তাড়িয়ে দেয় ব্লগারকে ।পরের সপ্তায় যান ছবি তুলতে ।টোকেন জমা দেওয়ার পর ফরম দিয়ে ছবি তুলতে যেতে বলেন ।ফরম হাতে পাওয়ার পর দেখে লেখা আছে ভি আই পি সেই জন্য লাইন বাদেই যায় ছবি তুলতে তবে কাজ হয়না ।লাইনে দাড়িয়ে ছবি তুলে ব্লগার আবার যায় এডির কাছে ।ফরমে লেখা আছে VIP কিসের VIP আমি ?আমার যদি লাইনে দাড়াতে হয় ?রেগে গেলেন এডি কোথায় যেন মোবাইল করতে গিয়ে না করে ব্লগারের দিকে ছুটে আসতে লাগলেন ।ভাব দেখে ব্লগার সরি বলেন তবু থামল না এডি ।বাসা কোথায় ?পেশা কি ?দেখেন কি করি এখন আপনি পাসপোর্ট পাবেন না ,এমন অনেক কথা বলে ব্লগারের দিকে ছুটে আসেন মারার ভঙ্গি নিয়ে ।ভাব খারাপ দেখে রুম থেকে বেরিয়ে আসা ব্লগার পিছু নেয় এডি ।অবশেষে এডির সহকারী কিম্বা পোষা কুত্তাকে বলেন ধরতে ।ছুটে পালিয়ে যায় ব্লগার ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আজাদুল ইসলাম অনলাইনে আবেদন করেন ID নং OA0000000111260 এডির কাছে হেটে হেটে অবশেষে লাইনে দাড়িয়ে সাধারণ ফরমের মত জমা দেছে ।

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: মন্টু মিয়া ID নং OA0000000158544 এডি দুই দিন ঘুরিয়ে স্বাক্ষর করেনি মন্টু ও লাইনে দাড়িয়ে সাধারণ ফরমের সাথে জমা দেছে ।

৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫১

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: যশোরের গদখালীর আনারুল ৬০০ টাকা সহ ব্যাংকের ৩০০০ টাকার রশিদ দিয়ে এডিকে বলে আমি গ্রামের মানুষ ।আমাকে সাহায্য করুন ,এডি লোক দিয়ে ফরম লিখে একই দিনে ছবি তুলে দেয় লাইন বাদে ।৩০০০ টাকায় ১৮ দিনে পাসপোর্ট পেয়েছে আনারুল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.