নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

অভিমানে চলে গেল একটি নক্ষত্র

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

আমি ঢাকাতে আসছি গত পহেলা জুলাই ।আছি একা একটা নরমাল হোটেলে কারেন্ট চলে গেলেই মরণ ।গতকাল কারেন্ট গেছে দুপুরের পর এসেছে রাত দশটার দিকে ।মোবাইলে চার্জ নাই খেয়ে ফেলেছি সব ।কিছু করার পাচ্ছি না খুব খারাপ রাগছে ।হঠাত্‍ কল এল শান্তা নেই ।চলে গেছে অভিমান করে যেখান থেকে আর ফিরানো যাবেনা ।শান্তার বয়স বছর বিশেক হবে ।শান্তা যখন ছোট আমরা ওকে কোলে নেওয়ার জন্য মারামারি করতাম ।খুবই ভাল ছিল ও ,নম্র ভাবে কথা বলতো শান্তা ।আসুন সবাই শান্তার জন্য দোয়া করি পরপারে যেনও সুখে থাকে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

নিষ্‌কর্মা বলেছেন: আত্মহত্যার রেওয়াজ কি সমাজে চালু হয়ে গেল?

২| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

রোহান খান বলেছেন: আমরা যতদিন জাগবনা ততদিন এইলাইণ বারতেই থাকবে...।আমার জানা মতে একজন আমার পরিচিত আছেন যিনি যেকোন দিন আত্মহত্যা করবেন..... আর যদিতা একদিন করে ফেলেন তাহলে আমরা সবাই দায়ি থাকবো...।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: শান্তার পিতা রহমত তার সন্তান হয়েই মারা যেত ।অনেক সাধনা করে এক যুগ পরে শান্তা হয় তবে সে সময় মারা যায়নি ,আমাদের কাঁদাতে বেঁচে ছিল বিশটি বছর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.