![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
✈️ একটি যাত্রা, যা আর ফিরে এলো না…
আজকের দিনটি হয়তো আর দশটা দিনের মতোই শুরু হয়েছিল। স্কুলের ঘণ্টা বাজছিল, ক্লাসে পড়া চলছিল, শিশুরা স্বপ্ন বুনছিল—ডাক্তার হবে কেউ, কেউ বিজ্ঞানী, কেউ হয়তো শিক্ষক। জীবনের পথে পা ফেলার সূচনা হতো আজ নতুন কোনো কথায়।
কিন্তু কেউ জানত না, আকাশ থেকে নেমে আসছে এক দুর্বিষহ ক্ষণ।
একটি যুদ্ধবিমানের গর্জনে মুহূর্তেই থেমে গেলো সব কোলাহল।
দেয়াল, বেঞ্চ, খাতা, ভবিষ্যৎ—সব গুঁড়িয়ে গেলো আগুনের দাহে।
---
একটি বিমান উড়েছিল প্রশিক্ষণের জন্য,
তবে হয়তো সেদিন আকাশের ইচ্ছা ছিল ভিন্ন।
যাত্রার উদ্দেশ্য ছিল মাটির ওপরে উড়ার শিক্ষা—
কিন্তু সেই যাত্রা হয়ে গেলো শেষ বিদায়ের রচনা।
---
একজন পাইলট—তার সাহস, নিয়ন্ত্রণ, জীবন উৎসর্গ করলেন
আর স্কুলের শত শিক্ষার্থী, শিক্ষক হারালেন প্রাণ, স্বপ্ন, পরিবার।
---
আজকের এই দুর্ঘটনা আমাদের শুধুই কাঁদায় না—
আমাদের জাগিয়ে তোলে প্রশ্নে:
কেন এই যাত্রা এমন ভাবে থেমে গেলো?
কীভাবে আরেকটি শিশু তার বইয়ের ব্যাগ নিয়ে ফিরবে না ঘরে?
কীভাবে এক শিক্ষক আর কোনোদিন chalk তুলে বোর্ডে কিছু লিখবেন না?
---
এই বিমান ছিলো শুধু লোহার কাঠামো নয়—
এটা ছিলো এক মানবিক ভুলের প্রতিচ্ছবি,
একটি রাষ্ট্রের করুণ সতর্কবার্তা,
যা বলছে—
নিরাপত্তা ব্যর্থ হলে শুধুই আকাশ ভাঙে না, জাতির হৃদয় ভেঙে যায়।
---
আজ আমরা শোকাহত—
কিন্তু শোক যেন আমাদের চেতনায় পরিণত হয়।
যেন কোনো ভবিষ্যৎ যাত্রা এভাবে আর ফিরে না আসে শূন্য হাতে।
---
২| ২১ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৫
সুলাইমান হোসেন বলেছেন: সত্যিই ঘটনাটি হৃদয়বিদারক
৩| ২১ শে জুলাই, ২০২৫ রাত ১০:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। সব যায়গা থেকে সবাই একটু যত্নবান হওয়া চাই। একটা ভুল কতো ক্ষতির দিকে নিয়ে যেতে পারে সে সচেতনতাটা জাতীর সব যায়গা ফিল করা চাই।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৫
Akasher tara বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা, বিমান বাহিনী র প্রশিক্ষণের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন