![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
তোমাকেই তো বুকে ভালোবাসি, তবে কেন আজ ঘৃণা ঝরে মুখে?
তোমার মাটি আমার পায়ের চিহ্ন চেনে,
তোমার আকাশ আমার স্বপ্নের পাখা মেলেছে।
তবুও আজ কেন বলতে হয়—
"এই স্বাধীনতা চাইনি!"
আমার চোখের সামনে নিরীহ তরুণকে পেটানো হয়,
আমার বোনের গলা ধরে টেনে হিঁচড়ে নেওয়া হয়,
সত্য বললে 'রাষ্ট্রদ্রোহী', চুপ থাকলে 'সহযোগী'!
তবে বলো, কোথায় সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ?
ছাত্ররা রক্ত ঝরায়, অথচ বইয়ের পাতা ভিজে না জলে,
খাল খননের বদলে ভরাট হয় বুকভরা আশা!
আলোচনার টেবিল এখন বডিগার্ডের ছায়ায় ঢেকে থাকে।
শব্দেরা নিঃশব্দ—কারণ স্বাধীনতা আজ শুধুই স্লোগান!
তোমাকেই তো ভালোবেসে লাল-সবুজে স্বপ্ন বুনেছি,
তবুও আজ কেন ঘৃণা করতে বাধ্য হচ্ছি মুখে?
কারণ তুমি আর সেই ‘বাংলাদেশ’ নেই—
যেখানে মানুষ আগে, দল পরে ছিল।
আমরা স্বাধীনতা চেয়েছিলাম—
নয়তো এই নিষ্ঠুর স্বাধীনতা নয়,
যেখানে বিচার বেচাকেনা, অধিকার বন্ধক!
আমরা চেয়েছিলাম মুক্তির আলো,
না যে চোখে মরিচিকা হয়ে জ্বলে!
©somewhere in net ltd.