| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তো ঢ়াষেল আমি কোন হাঙ্কি-পাঙ্কি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রতিদিনের মতো আমি রুমে ঢুকে বিছানা ঝাড় দিতে লাগলাম। আজকে বাংলাদেশ জিতছে সে খুশিতে একটু তাড়াতাড়িই ঘুমানোর প্রিপারেশন নিতেছি। তো বিছানা ঝাড় দেয়ার এক পর্যায়ে আমি থমকে যাই। দেখি আমার বিছানার উপর কিছু শুকনো পাতা পড়ে আছে। অথচ বিশ্বাস কর ঢ়াষেল রুমে পাতা ঢোকার মতো কোন ব্যবস্থা নাই। তাও আমি চারপাশ ভালোকরে চেক করলাম। জানালা সব বন্ধই ছিল। তখনই আমি বুঝে গেছি, এটা কোন পিশাচিনীর কাজ! পাতায় পিশাচিনী ভর করেছে! এটা ভাবতেই আমার পুরো শরীর কাঁপতে শুরু করল।
.
এরপরের ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, ঢ়াষেল। আমি দেখলাম পাতাগুলো নিজে নিজে নড়তে শুরু করল! আস্তে আস্তে করে একপর্যায়ে এরা উড়াউড়ির মতো শুরু করে দিয়েছে! আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ফ্যানের সুইচ অফ করে দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম।
মে ১৯, ২০১৭।
২|
২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
পদ্মপুকুর বলেছেন: ও মাই গড!!! গল্প পড়ে আমার হাত পা কাপছে!! (২)
৩|
২২ শে মে, ২০২০ রাত ৮:১৫
নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল ভাবে উপস্থাপন ।
৪|
২২ শে মে, ২০২০ রাত ৮:৫১
ভুয়া মফিজ বলেছেন: ও মাই গড!!! গল্প পড়ে আমার হাত পা কাপছে!! (৩)
৫|
২৩ শে মে, ২০২০ ভোর ৬:২২
নিরীক্ষক৩২৭ বলেছেন: ও মাই গড!!! গল্প পড়ে আমার হাত পা কাপছে!! (৪)
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: ও মাই গড!!!
গল্প পড়ে আমার হাত পা কাপছে!!