নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মপুত্রযুধিষ্ঠিররা সাবধান

ইমরোজ

হমপগ্র

আমার আমি।

হমপগ্র › বিস্তারিত পোস্টঃ

নতুন বিভাগ, "সোনার তরী"

০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৮

------------------------------------শুরুর কথা--------------------------------



রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি কর্মের খুব কমই আমার পড়া হয়েছে। "গল্পগুচ্ছ", "সঞ্চয়িতা", "গীতবিতান" এই বইগুলোর গল্প, কবিতা ও গান পড়েছি শুনেছি। তবে কোনটাই পুরো শেষ করা হয়নি। অবসরে অনেক লেখকের মাঝ থেকে রবীন্দ্রনাথের বইগুলোই বেশি পড়ি। মনের কথা, আর দার্শনিকতার যে বিস্তৃতি তাঁর লেখায় তা আমাকে বিমুগ্ধ করে।



"সোনার তরী" কবিতাটিকে আমি কতখানি ভালোবাসি তা ভাষায় প্রকাশ করার মত নয়। "সোনার তরী" কবিতা পড়ে আমার নিজের আত্ম উপলব্ধি এবং চিন্তাধারায় একটা বিশাল পরিবর্তন এসেছে, যা অনুভব করি প্রায়সই। রবীন্দ্রানাথের কবিতা ছাড়াও, নজরুল, নির্মলেন্দু গুণ, সুকান্ত ভট্টাচার্য, জয় গোস্বামী, জীবনান্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রাহমান, গোলাম মোস্তফা সহ আরও অনেক কবির বই পড়েছি। তাদের কবিতাও আমার কাছে অসাধারণ লাগে। কবিতা মানে সাধারণ কিছু কথা অভিনব করে বলা। তাই অযথাই জটিল কোন ভাব কাব্যে আমি না পারতে প্রবেশ করি না। এই নতুন বিভাগে আমি আমার প্রিয় কিছু কবিতা সবার সাথে শেয়ার করবো। আর আমার সবথেকে প্রিয় কবিতা "সোনার তরী" নামেই এই বিভাগটি চালু করলাম।



----------------------------------------------------------------------------------



সোনার তরী



গগনে গরজে মেঘ, ঘন বরষা।

কূলে একা বসে আছি, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা

ধান কাটা হল সারা,

ভরা নদী ক্ষুরধারা

খরপরশা-

কাটিতে কাটিতে ধান এল বরষা।।



একখানি ছোট ক্ষেত, আমি একেলা-

চারিদিকে বাঁকা জল করিছে খেলা।।

পরপারে দেখি আঁকা

তরুছায়ামসী-মাখা

গ্রামখানি মেঘে ঢাকা

প্রভাতবেলা-

এপারেতে ছোট ক্ষেত আমি একেলা।।



গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে।

দেখে যেন মনে হয় চিনি উহারে।

ভরা পালে চলে যায়,

কোন দিকে নাহি চায়,

ঢেউগুলি নিরুপায়

ভাঙ্গে দু'ধারে-

দেখে যেন মনে হয় চিনি উহারে।।



ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?

বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

যেয়ো যেথা যেতে চাও,

যারে খুশি তারে দাও-

শুধু তুমি নিয়ে যাও

ক্ষণিক হেসে

আমার সোনার ধান কূলেতে এসে।।



যত চাও তত লও তরণী পরে।

আর আছে আর নাই, দিয়াছি ভরে।।

এতকাল নদীকূলে

যাহা লয়েছিনু ভুলে

সকলি দিলাম তুলে

থরে বিথরে-

এখন আমারে লহ করুণা করে।।



ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরী

আমারি সোনার ধানে গিয়াছে ভরি।

শ্রাবণ গগন ঘিরে

ঘনমেঘ ঘুরে ফিরে,

শূন্য নদীর তীরে

রহিনু পড়ি-

যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।



-রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৯

রাজামশাই বলেছেন: দেখিস এই রবীন্দ্রনাথ ছেলেটা শাইন করবে। ;)

২| ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২২

রাঙা মীয়া বলেছেন: কেমন আছেন ?

৩| ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:২০

অক্ষর বলেছেন: বসের খবর কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.