![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু"হিমু"
প্রথমেই বলছি......
কখনো কারো জন্য এভাবে কোনো কিছু লিখিনি । জীবনে এই প্রথম কারও জন্য কিছু লিখছি । জানিনা কিভাবে কি বলল । কিন্তু আজ অনেক কিছু বলব.....
অনেক দিন থেকেই বলতে চাইতেছি ,কিন্তু সাহস হচ্ছিলনা ।আসলে অনেক বছর আগে থেকেই বলতে চাইতেছি । কিন্তু পারিনি ।
আসলে তুমি হয়ত জানতে আমি তোমাকে পছন্দ করতাম ।শুধু এইটুকু
কিনতু আমি তোমাকে কতটা ভালোবাসতাম এইটা তুমি জানতেনা ।তখন নাবালক ছিলাম । কিংবা বুঝতাম না ভালোবাসা কি । এইটা হয়ত ছেলে মানুষি ছিল ।কিন্তু
এখন আমি বড় হয়েছি ,সব কিছু বুঝতে শিখেছি ।
আর ভালোবাসাকে নিক্ষুদ ভাবেই শিখেছি ।এখন আমি জানি কোন্টা ছেলে মানুষি আর কোন্টা ভালোবাসা ।
আমি এখন সব কিছু বুঝে,শোনে,জেনে বলছি____ আমি তোমাকে ভালোবাসি |||
আমি তোমাকেই ভালোবাসি ।কতটা বাসি তোমাকে বলে বুঝাতে পারব না ।শুধু এইটুকু বলতে পারি যত দিন যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা ততই বাড়ছে |
_________তোমাকে ভূলার অনেক অনেক চেষ্টা করেছি । কিন্তু তত বারই আমি তোমার ভালোবাসার কাছে ব্যথ হয়েছি ।আমি তোমার থেকে সব সময় দূরে থাকি । তবুও কেন জানি সারাদিন তোমার কথায় ভাবি ।তোমাকে অনেক মিস করি ।
জানিনা তুমি কি উওর দিবা ।কিন্তু আমি অপেক্ষা করব।যদি একটা থাপ্পর দেওয়ার ইচ্ছা করে তাও দিও||
কি করব বল তোমাকে অনেক ভালোবাসি ত |||
ইতি
"হিমু"
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪০
স্তব্ধ হোমোসিপিয়েন্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
এযুগেরকবি বলেছেন:
_________তোমাকে ভূলার অনেক অনেক চেষ্টা করেছি । কিন্তু তত বারই আমি তোমার ভালোবাসার কাছে ব্যথ হয়েছি ।আমি তোমার থেকে সব সময় দূরে থাকি । তবুও কেন জানি সারাদিন তোমার কথায় ভাবি ।তোমাকে অনেক মিস করি ।
জানিনা তুমি কি উওর দিবা ।কিন্তু আমি অপেক্ষা করব।যদি একটা থাপ্পর দেওয়ার ইচ্ছা করে তাও দিও||
কি করব বল তোমাকে অনেক ভালোবাসি ত |||
++++++++++++