নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে এলাম......

........

আহমাদ জাদীদ

আহমাদ জাদীদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজিবের জানাজা প্রসঙ্গে...(আপডেটিত)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

(শাহবাগ আন্দোলনের সাথে জড়িত ব্লগার, কার্টুনিস্ট, ছড়াকার তরিকুল ইসলাম শান্ত মৃত্যুর খবর পেলাম । তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি । )



ব্লগার রাজিব হায়দার হত্যাকান্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়ে গিয়েছে । তার লেখাগুলো পড়ে বেশিরভাগ মানুষ ব্যথিত, ক্ষুদ্ধ হয়েছেন । অনেকে আবার “থাবা বাবা” নিকে লিখে যাওয়া সেই লেখাগুলোকে ওভারলুক করে আন্দোলনকর্মী হিসেবে তার কর্মকান্ডের জন্য তাকে “শহীদ” বলে অভিহিত করছেন । কেউ কেউ আবার তার লেখাগুলাকে ভুয়া প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন । ইতিমধ্যেই থাবা বাবার ওয়ার্ডপ্রেস ব্লগকে বন্ধ করে দেয়া হয়েছে ।



থাবা বাবার উগ্র নাস্তিকীয় দর্শন প্রসূত লেখাগুলোকে অনেকে “ভুয়া” প্রমাণের চেষ্টা চালাচ্ছেন । কিন্তু তারা একবারও ভেবে দেখছেন না যে থাবা বাবাকে এই লেখাগুলোর লেখক হিসেবে অস্বীকার করে তারা ব্যপারটিকে আরো প্রশ্নবিদ্ধ করে তুলছেন । তর্কের খাতিরে যদি ধরেও নেয়া হয় যে, ওয়ার্ডপ্রেসের ব্লগ রাজিব হায়দারের ছিল না তবে সেখানেও একটা কিন্তু আছে । কারণ আমারব্লগে রাজিব হায়দারের “থাবা” নিকে লেখা “লাড়ায়া দে” নামক একটি লেখা প্রকাশিত হয়েছে যা কিনা “নুরানী চাপা” ব্লগেও ছিল । তাই বাকি লেখাগুলোও তার না হওয়াটাই অস্বাভাবিক । আর তার ফেসবুক স্ট্যাটাসগুলোর সাথে ব্লগের লেখাগুলোর টোন মিলে যায় । আর নিজের ব্যক্তিগত ব্লগ বানালে তার নিজের লেখা একদিনে কয়েকটি দিলেও দিতে পারেন, যদিও থাবা বাবার ব্লগে এমন কিছু তিনি করেছেন কিনা সেটা আমার জানা নেই ।



নিচে থাবা বাবা নিকে দেয়া তার কিছু লেখা দেয়া হলঃ



[img|http://media.somewhereinblog.net/images/thumbs/JADEED_1361890939_1-FireShot_Screen_Capture__005_-_নূরানী_চাপা____-_www_facebook_com_thaba_baba_posts_10151349601185830.png





























এবার আসি জানাজা প্রসঙ্গে । ব্লগার রাজিব হায়দার নিজের জানাজা নিজেই চাননি । তার এক স্ট্যাটাস থেকে জানা যায় তিনি নিজের অর্গান ডোনেট করার পক্ষপাতী ছিলেন । কিন্তু এত তাড়াতাড়ি খুন হয়ে যাবেন এটা সম্ভবত তার কল্পনাতীত ছিল, একারণে স্বাভাবিকভাবেই এমন কোন ব্যবস্থা তিনি করে যাননাই । কিন্তু ব্লগার রাজিবের নিজের বিশ্বাসকে আমলে না এনে তার জানাজা পড়ানো হল প্রজন্ম চত্বরে, অনেকে দেখছি একটা কথা বলছে ব্লগার রাজিব নাস্তিক হওয়া সত্বেও তার জানাজাতে লাখ লাখ মানুষের উপস্থিতির বিষোয়টা দেখিয়ে তার জানাজার বিরোধিতাকারীদের নিদা করছেন । তার জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করা ঠিক হয়েছে না ভুল সেই প্রসঙ্গে যাচ্ছি না । আপনি শুধু একটি কথা চিন্তা করে দেখেন, এই লাখ লাখ মানুষের সবাইকে যদি “থাবা বাবা” নিকে নিখে যাওয়া লেখাগুলোর কিছু অংশ পড়ানো হত তাহলে এর পরও কয়জন তার জানাজার নামাজে দাঁড়াত? মানুষজনের বেশিরভাগ জানতেই পারেনি থাবা বাবার ধর্ম নিয়ে দৃষ্টিভঙ্গির কথা । আমার সাথে একমত না হওয়ার স্বাধীনতা আপনার আছে, কিন্তু একমত না হওয়ার আগে একটু চিন্তা করে দেখুন, তার “লাড়ায়ে দে” এর মত লেখা পড়তে পারলে কয়জন তার জানাজার নামাজে দাঁড়াত?



ব্লগার রাজিবের মৃত্যুর খবর পুরো দেশে ছড়িয়ে গেছে । মানুষজন প্রথম অবস্থায় জানত “অনলাইনে লেখালেখি করত” এমন একটা ছেলে খুন হয়েছে । এ ধরণের লেখালেখির কারণেই খুন করে ফেলতে হবে- এমন ধারনা অসমর্থনযোগ্য । কিন্তু একতা সত্য অস্বীকার করা যাবে না যে, বেশিরভাগ মানুষই(এমনকি জানাজায় শামিল হওয়া মানুষদের একটা বড় অংশ) ইসলামবিদ্বেষী লেখা পড়ার পর বলবে, “উচিত শিক্ষা হইছে” । শুনতে খারাপ শোনালেও এটাই সত্য । এবং এই কথা অনলাইন এক্টিভিস্ট রাও জানে । খুব সম্ভবত একারণেই রাজিবের বিশ্বাস সম্পর্কে অন্ধকারে রেখে মানুষকে জানাজায় অংশ নেওয়ানো হয়েছে । কারণ খুব ভালো করেই তারা জানে, নিজের সৃষ্টিকর্তা ও প্রিয়নবী(সাঃ) সম্পর্কে এমন জঘন্য সব কল্পকাহিনী জানলে লোকজন “লাখ লাখ” কোনভাবেই হত না । আন্দোলন নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, একারণেই রাজিবের বিশ্বাস গোপন করে এত মানুষকে জানাজায় ইনভলভ করা হল । এটা নিশ্চিতভাবেই একটা প্রতারণা । সত্য গোপন করার পরিণাম ভালো হয় না ।

তবে আমার মনে হয় না, ব্লগার রাজিবের খুন হওয়া নিয়ে আন্দোলন বিভক্ত হয়েছে । ইন্টারনেট ব্যবহার করে না, এমন মানুষদের কাছে ব্লগার রাজিবের লেখাগুলো পড়া সম্ভব নয় । তাছাড়া ইতিমধ্যেই প্রগতিশীল পত্র পত্রিকায় নিহত ব্লগারের নাস্তিক পরিচয় লুকিয়ে ফেলার জোর প্রচেষ্টা করা হচ্ছে । একারণেই স্বাভাবিকভাবেই মানুষ ধান্দায় পড়বে । কাজেই আন্দোলন বিভক্ত সভবত এখনো হয়নাই ।

ব্লগার রাজিব হায়দারের খুনীরা ধরা পড়ুক, প্রতিটা খুনের বিচার হওয়া জরুরী । দেখবে হবে ব্লগার রাজিব খুন হওয়ার পরে কোন কোন পক্ষ লাভবান হতে পারে । শুধু ধর্ম বিদ্বেষী লেখার কারণে খুন করা হয়েছে মনে হচ্ছে না, কারণ এমন লেখা অনেকদিন আগে থেকেই অনলাইনে প্রকাশ হয়ে আসছে । এই খুন যে কারণেই হয়ে থাকুক না কেন, আইন হাতে তুলে নেয়ার কারো থাকতে পারে না ।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

আহমাদ সাজিদ (উদাস কবি) বলেছেন: তার কর্মের ফল! মহান আল্লাহ কোনো নাস্তিকদের মৃত্যু ভাল ভাবে দেন না!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

আহমাদ জাদীদ বলেছেন: উনি শুধু নাস্তিক হলে সমস্যা এতটা ছিল না, কুতসিত ভাষায় এমন লেখা না লিখলেই মানুষের অনেক সম্মান পেতেন ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন: অন্যান্য ব্লগার যারা নিজেদের নাস্তিক পরিচয় দিয়ে খুব আনন্দ পাচ্ছে তাদের ধর্মের ব্যাপারে সহানুভুতিশীল হওয়া উচিৎ, কারন ইসলামে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ী করতে শেখায়নি।

Click This Link

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

আহমাদ জাদীদ বলেছেন: নাস্তিক পরিচয় দিয়ে নিজের মত থাকুক, উদ্দ্যেশ্য মূলক কল্পকাহিনী না লিখলে মানুষ এত কথা তুলে না ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

সাইকেলার বয় বলেছেন: তোমরা করিবা আন্দোলন , আমরা দিবো বাশ। পড়ে দেখুন : Click This Link

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

আহমাদ জাদীদ বলেছেন: এগুলো সরকারের দেখার আশা না করলেই ভাল, এগুলো নিয়ে রাজনীতি হতে পারে, কিন্তু সমাধান কখনোই না ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

বাক স্বাধীনতা বলেছেন: উনার ফেসবুক নোটগুলোতে নূরানী চাপার কয়েকটা পোস্ট আছে। সামহোয়্যার থেকে তার পোস্টগুলি মুছে ফেলা হয়েছে, ওয়ার্ড প্রেস রিপোর্ট করে বন্ধ করা হয়েছে, ফেসবুক থেকে এখনো লেখাগুলো মোছা সম্ভব হয় নি।

কী বিচিত্র বিষয়! আগে আস্তিকেরা এসব পোস্ট মুছে ফেলতে চাইতো। এখন নাস্তিকেরাও চাচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

আহমাদ জাদীদ বলেছেন: কী বিচিত্র বিষয়! আগে আস্তিকেরা এসব পোস্ট মুছে ফেলতে চাইতো। এখন নাস্তিকেরাও চাচ্ছে।

খাঁটি কথা ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

আল মামুনুর রশিদ বলেছেন: valued writing

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আহমাদ জাদীদ বলেছেন: থ্যাঙ্কস ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

সংগ্রামী অলস বলেছেন: 'নাস্তিক' আর ইসলাম বিদ্ধেষীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। 'থাবা বাবা' কে আমি নাস্তিক বলতে রাজি নই। সে ইসলাম বিদ্ধেষী। এতগুলো মানুষকে যারা বোকা বানাল, যারা সত্য লুকাল তাদেরই বড় একটি অংশ শাহবাগে নেতৃত্ব দিচ্ছে বলে মনে করি। তারা একি সাথে 'থাবা বাবার আদর্শ' আর শাহবাগে চেতনাধারী মানুষগুলোর সাথে মুনাফেকী করল।
শাহবাগে চেতনা এখন সম্পূর্ণ জামাত ও একটি বিশষ দলের সুবিধা কেন্দ্রীক। অথচ এটিকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানো যেত। বিশেষ করে দুইটি বড় দলের লাগামহীন ওপেনসিক্রেট দুর্নীতি বিরুদ্ধে গনজাগরনের খুব দরকার ছিল। বাংলাদেশের তরুন প্রজন্মকে কানের জন্য চিলে পিছনে ঘুরানো হচ্ছে। মাতাল বানানোর কাজে মিডিয়ারও একটি বিষ্ময়কর ভুমিকা রয়েছে। শাহবাগের গনজাগরনে বাম শক্তির অবশ্যই একটি পজেটিভ ভুমিকা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য এতটাই নেরো হয়ে গেছে যে তাদের কার্যকলাপ ধর্মকেই জাতীয় সমস্যার মুল হিসাবে তুলে ধরছে। জামাতের কোন নেতা কারাগারে আটক থেকেও মিডিয়ার সামনে 'থামজ আপ' দেখানোর সাহস দেখাচ্ছে এটা নিয়ে তারা রাজনীতি করে। অথচ পদ্মাসেতু, শেয়ার বাজার, হলমার্ক দূর্নীতি সহ আরো চরম ওপেন সিক্রেট দেশ বিধ্বংসী দূর্নীতির বিরুদ্ধে তাদের চেতনা জাগেনি, তরুন প্রজন্মও তাদের হুজুগে চেতনা নিয়ে মেতে আছে। তাদের নীতি-নৈতিকতা এখন জামাত আর ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরনেই সীমাবদ্ধ। এজন্য তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বা সত্য গোপনের কাজও তাদের নৈতিকতার অংশ করে নিয়েছে। মনে হয় না সত্য চাপা থাকবে। ধামাচাপার সকল চেষ্টা সত্ত্বেও দেশের সাম্প্রতিক কিছু ঘটনা সত্যের নাটকীয় প্রতাবর্তের সেরা উদাহারন। শাহবাগীদের শুভ বুদ্ধির উদয় হোক।
দুর্নীতির বিরুদ্ধে নবজগরনের অপেক্ষায় ...........

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

আহমাদ জাদীদ বলেছেন: আপনি যেটাকে হুজুগে চেতনা বললেন, সেটাকে আমি "আবেগ" বলব, তরুণ প্রজন্মের আবেগ না থাকলে এই দেশও স্বাধীন হইত না । দোষটা কোনভাবেই তাদের না, তাদের আবেগকে পুঁজি করে যারা স্বার্থসিদ্ধি করতে চায় তারাই আসল অপরাধী ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

সংগ্রামী অলস বলেছেন: সংগ্রামী অলস
"এই ব্লগটি(Raha03 ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,

ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।"

আ গ্রেট সারপ্রাইজ...... কিন্তু মন্তব্য কিভাবে লিখেতে পারলাম....।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

আহমাদ জাদীদ বলেছেন: সেটা আমিও ঠিক বুঝলাম না ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

প্রল্ল্যেখ বলেছেন: বাক স্বাধীনতা বলেছেন: উনার ফেসবুক নোটগুলোতে নূরানী চাপার কয়েকটা পোস্ট আছে। সামহোয়্যার থেকে তার পোস্টগুলি মুছে ফেলা হয়েছে, ওয়ার্ড প্রেস রিপোর্ট করে বন্ধ করা হয়েছে, ফেসবুক থেকে এখনো লেখাগুলো মোছা সম্ভব হয় নি।

কী বিচিত্র বিষয়! আগে আস্তিকেরা এসব পোস্ট মুছে ফেলতে চাইতো। এখন নাস্তিকেরাও চাচ্ছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আহমাদ জাদীদ বলেছেন: তারা প্রমাণ লোপাট করতে চাইছে একটা মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য, যা আগে করত শুধু জামাত সমর্থক পেজগুলো ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

বোকা ডাকু বলেছেন: খুব স্পর্শকাতর একটা বিষয়। বাক স্বাধীনতা সবারই আছে। তবে সেটার যথেচ্ছ ব্যবহার বিপদ নিরুৎসাহিত করা উচিত।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

আহমাদ জাদীদ বলেছেন: একমত ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

শিপন মোল্লা বলেছেন: নাস্তিক' আর ইসলাম বিদ্ধেষীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। 'থাবা বাবা' কে আমি নাস্তিক বলতে রাজি নই। সে ইসলাম বিদ্ধেষী

অর জন্য আমার কোন দুঃখ নাই করুনা আছে অপগাতে মরন হল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

আহমাদ জাদীদ বলেছেন: শুধু আপনার নয়, অনেকেরই এই মনোভাব তৈরি হয়েছে তার দর্শন সম্পর্কে অবগত হওয়ার পরে ।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন। ++++

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৮

আহমাদ জাদীদ বলেছেন: থ্যাঙ্কস ।

১২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

ঠান্ডা বরফ বলেছেন: আন্দোলন জমিয়ে তোলার জন্য একটা লাশ( ৯০ এর নূর হোসেন) যেমন খুব দরকার ছিল, জানাযা টাও তেমন দরকার ছিল।
আস্তিক না নাস্তিক, তা কোন ব্যাপার না। এই দিক থেকে জামায়াত আর শাহাবাগ আন্দোলনের নেতাদের একটা মিল আছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪

আহমাদ জাদীদ বলেছেন: আন্দোলন তো জমে থাকেনাই । এই কারণে অনেকের মনে প্রশ্ন উঠায়ে দিছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.