নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে এলাম......

........

আহমাদ জাদীদ

আহমাদ জাদীদ › বিস্তারিত পোস্টঃ

আর কত লাশ চাও তোমরা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

সাইদীর ফাঁসির রায়ের পর এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মত মারা গিয়েছে যাদের অধিকাংশই জামায়াতের ছাত্র সংগঠনের কর্মী, জামায়াত তাদেরকে এমন করে প্রোগ্রাম করতে সমর্থ হয়েছে যে তারা নিজেদের জানের পরোয়া না করে পুলিশের মুখোমুখি হচ্ছে । আমি নিশ্চিত এদের অধিকাংশ সাধারণ ঘরের ছেলেপিলে যারা সংগঠনের কাছ থেকে নানা সহযোগিতা পেয়ে এতটাই ডেডিকেটেড হয়ে যায় তাদের দিয়ে যেকোন ধরণের কাজ করিয়ে নিতে জামায়াতের হাইকমান্ডের একদমই অন্য চিন্তা করতে হয় না । আর একটা কথা, লেফটিস্ট চেতনাধারী লোকেরা যেমন ইসলাম মানেই জামাত এমন একটি ধারণা পোষণ করে, তেমনি জামায়াতের কর্মীরাও তাই মনে করে । শাহাদাতের লোভ দেখিয়ে তাদের আনুগত্য স্বার্থ উদ্ধারের কাজে লাগাচ্ছে জামায়াত, এমনটাই মনে হয় আমার । আমি কখনো শুনিনাই যে, জামায়াত নেতাদের ছেলে মেয়েরা জামায়াতের কোন অংগ সংগঠনের সাথে যুক্ত । যুক্ত হলেও সেরকম ত্যাগী কোন জামায়াত নেতার পোষ্যের কথা জানা নেই আমাদের । নিজেদের ছেলে মেয়েকে নিরাপদে রেখে অন্য পিতা-মাতার ছেলের এমন ইউজ(!) সত্যিই মেজাজ খারাপ করিয়ে দেয় ।



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

তিলন বলেছেন: জামাতের পাচাঁটাগুলো মানুষ না, পশু। এদের দেখলেই শেষ করে দেওয়া উচিত। দেশের শত্রুদের দেশের মাটিতে বেচে থাকার কোনও অধিকার নেই

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

আহমাদ জাদীদ বলেছেন: শিবির করে তো বেশিরভাগ সাধারণ ঘরের পোলাপান, তাদের শেষ না করে তারা যাতে ইউজ না হয় সেই ব্যবস্থা করতে হবে ।

২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠিন সত্য কথা বলসেন।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৭

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.