![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ মহিউদ্দীন গ্রেফতারের নিউজের হেডলাইন প্রথম আলো দিয়েছে এরকম-
‘সন্দেহের বশে’ আরও এক ব্লগার গ্রেপ্তার
আমার কথাঃ সন্দেহের বশে??? এইটা কোন ধরণের ফান???! আসিফ মহিউদ্দীন কি ধরণের লেখা লেখে সেটা কি প্রথম আলো জানে না??? পরিমল ইস্যু, পারসোনা ইস্যুতে প্রথম আলোর রিপোর্টগুলোতে কভারিং এর একটা জঘন্য সুর পাওয়া যাচ্ছিল । এই রিপোর্টেও তথ্য আড়াল করার চেষ্টা করা হয়েছে । দুঃখজনক ।
একদল মানুষ আছে যারা প্রথম আলোর রেফারেন্স ছাড়া কিছুই মানে না । তারা এই ধরণের নিউজে এক সুরে কমেন্ট করে যায় । এই লোক যে অনলাইনে কি মনি-মুক্তা ছড়াইছে তার প্রমাণ চাইতে থাকে । কিন্তু তারা এইটা খেয়াল করে না যে প্রথম আলোর কমেন্ট মডারেশনে ভিন্নমতের কমেন্ট আসা আশ্চর্য একটা প্রসংগ । ফলে সাধারণ পাঠকের মগজধোলাই চলতেই থাকে ।
View this link
এখন হেফাজতে ইসলামের লংমার্চের খরচাপাতি নিয়ে প্রথম আলোর চিন্তা প্রকাশ পায় এই হেডলাইনে-
এক হাজার বাস, সাড়ে ৩ কোটি টাকা ভাড়া!View this link
নেটে একজনের কমেন্ট দেখলাম এই তিন কোটির পইড়া দেখেন কেমন লাগে-
এইখানে প্রথম আলোর দেখানো তিন কোটি টাকা দেখে আঁতকে ওঠার কিছু নাই !
বিন্দু থেকেই সিন্ধু হয় !
কারণ এক হাজার বাস ! প্রতিটা বাসে আসন গড়ে ৪২ টি !
তাহলে এই হিসাবে এক হাজার বাসের যাত্রী সংখ্যাই তো প্রায় বিয়াল্লিশ হাজার !
ব্যাপার না ভাই ! বিয়াল্লিশ হাজার মানুষের ভাড়া হিসাব করে দেখেন ! জনপ্রতি ৪৩০ টাকা হলে এই রকমই হবে ! ঢাকা টু চট্টগ্রামের ভাড়া ৪৩০ টাকা প্রায় ! এইটা এক দুইশ মানুষ বা কয়েক হাজার মানুষের ভাড়া নয় ! বিয়াল্লিশ হাজার মানুষের বাস ভাড়া !
এইভাবে তিন কোটি টাকার শিরোনাম দেওয়ার মানে কী ?
৪৩০ x ৪২০০০ টাকা = ১৮০৬০০০০ টাকা !
আসা যাওয়া মিলে ১৮০৬০০০০ টাকা x 2 = ৩৬১২০০০০ টাকা !
তিন কোটি একষট্টি লক্ষ বিশ হাজার টাকা !
দেখলেন তো ভাইয়েরা কীভাবে বিন্দু থেকে সিন্ধু হয় !
এইটা বোঝার মতন জ্ঞান নাই জনতার সেইটাই কি ভাবে প্রথম আলো ?
প্রথম আলোর সেগুড়ে বালি !
অথচ প্রথম আলোর জাদুকরী রিপোর্টিং এ সাইটে ধুমায়ে কমেন্ট পড়া আরম্ভ হইল, এত টাকা কই থেকে আসল? জামাত দিছে অমুক দিছে ইত্যাদি ইত্যাদি । এই জাতীয় কমেন্টাররা প্রতিটা জায়গায় জামাতের ভূত দেখতে দেখতে জিনিসটারে তামাশার পর্যায়ে নিয়ে গিয়ে প্রকারান্তরে জামায়াতের আরো সুযোগ করে দিচ্ছেন । ত্বকী হত্যার ঘটনা ভুলে যাননাই নিশ্চয়ই । শোনা যাচ্ছে শামীম ওসমান নাকি তার নেত্রীর ধর্মপরায়ণতার ভূয়সী প্রশংসা করে লংমার্চে সমর্থন জানিয়েছেন । খেলার মনে হয় শেষ নাই আর!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
আহমাদ জাদীদ বলেছেন: তাই তো শুনলাম ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
আমরা তোমাদের ভুলব না বলেছেন: পিলাস লন বস
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
আহমাদ জাদীদ বলেছেন: ধইন্যা পড়ার জন্য ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩
আশিকুর রহমান ১ বলেছেন: হলুদ আলু হনু ছাড়া সাধারণ মানষে খায় এখন??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
আহমাদ জাদীদ বলেছেন: খায় খায়, ওদের ভাষা এমনই যে বিভ্রান্ত হওয়া কোন ব্যাপারই না ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
িনষ্ঠুর বলেছেন: গু আলু র গু এর নি্উজ
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
আহমাদ জাদীদ বলেছেন:
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
আমি ভাল মানুষ বলেছেন: পরথম আলুরে গদাম।ওরা সব চোরের দল।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
আহমাদ জাদীদ বলেছেন:
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
ইকরাম উল্যাহ বলেছেন: হলুদ এভ্রিহোয়ার
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
আহমাদ জাদীদ বলেছেন: আসলেই
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭
সানজানা আহমেদ সানা বলেছেন: একটু আগে আমি এই পোস্টটা দিয়েছিলাম http://www.somewhereinblog.net/blog/SANA007
কিন্তু ১০ মিনিটের মধ্যে প্রথম পাতা থেকে গায়েব ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
আহমাদ জাদীদ বলেছেন: এমন পোস্ট মডুদের পছন্দ না বলেই জানি ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭
অচিন.... বলেছেন: alu
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
আহমাদ জাদীদ বলেছেন:
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১
আমি মোঃ চয়ন বলেছেন: নিয়ন লাইটের হলুদ আলো ............
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
আহমাদ জাদীদ বলেছেন: লাইট না আমার মনে হয় লাইটগুলা হবে .।.।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫
স্বাধীন জামিল বলেছেন: সব জায়গায় জামাতি ভুত দেখা তো ভয়াবহ ব্যাপার । সব গুলারে তো সিজোফ্রেনিক লাগে। :O
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
আহমাদ জাদীদ বলেছেন:
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
নায়করাজ বলেছেন: আপনার কি ধারণা নিজের পকেট থেকে টাকা দিয়ে সাধারণ কর্মীরা লংমার্চে আসছে ? রাজনৈতিক কর্মসূচিতে কোন সাধারণ কর্মী কি নিজের পকেট থেকে টাকা খরচ করে ?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
আহমাদ জাদীদ বলেছেন: আমার ধারণা হইল, এই লংমার্চ কোন রাজনৈতিক কর্মসূচী না । কোটিং কইরা খবর ছাপানির অভ্যাস পত্রিকাগুলোর অনেক পুরানো অভ্যাস, এইটাই বললাম । কওমী মাদ্রাসার লোকজন জামায়াতরে পছন্দ করে না, কাজেই শুধুমাত্র অনুমানের ওপ্র বেসিস করে খবর ছাপানো সমর্থন করিনা । শাহবাগে বামেরা ফাঁপর বেশি দেখানোর কারণেই ব্লগের কাঁদা আলেমদের কানে গিয়ে এই আন্দোলনের পথ তৈরি হইছে । আলেমদের যেভাবে জামায়াতের দোসর হিসেবে ট্যাগিং করার চেষ্টা চলছে তাতে করে পরিস্থিতি আরো খারাপ বৈ ভালো হবে না ।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২
আহমাদ জাদীদ বলেছেন: দেখলাম ।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
আরাফাত মুন্না* বলেছেন: কিছু মানুষের দেখি আতে ঘা লাগছে!!
সুন্দর পোস্ট...+++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
আহমাদ জাদীদ বলেছেন: রিপোর্টের ভাষাই ধান্ধাবাজি মার্কা ।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
Sohelhossen বলেছেন: সুন্দর পোস্ট ,
নাস্তিক ও হনুদের আতে ঘা লাগবেই এটাই স্বাভাবিক ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
আহমাদ জাদীদ বলেছেন: কয়েকদিন পর পেপার পড়াই বাদ দিতে হবে ।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
খেক খেক খেক ১হাজার গাছের মৃত্যু বড় বেপার ১০০ মানুষ মারা যায় তা খবর হয় না
সানি লিউন খবর হইলে কিন্তু লু লু লু
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
আহমাদ জাদীদ বলেছেন:
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩
সত্যচারী বলেছেন: মূল কথা হইল কওমি মাদ্রাসাগুলোয় তো বেশীরভাগ এতিম পোলাপাইনই পড়ে। তারা একেকজন এক হাজার টাকা করে কিভাবে যোগার করবে?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
আহমাদ জাদীদ বলেছেন: এটা আমি কি করে বলব? তবে মাদ্রাসার সব শিক্ষার্থীই তো আর হতদরিদ্র নয় । অনেকে নিজেরা গরীব হলে তুলনামূলক অবস্থাপন্ন আত্মীয়ের সাহায্য নিয়ে চলে, তারাও চাইলে ছাত্রদের টাকা দিয়ে সাহায্য করতে পারেন । তাছাড়া চট্টগ্রামের মাদ্রাসাগুলোতে বিভিন্ন জায়গা অনুদান কম আসেনা বলেই জানি । তাই বলে এভাবে পরোক্ষভাবে হেফাজতে ইসলামকে জামাতের সহায়তাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা সমর্থন করতে পারছি না ।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
হুমায়ুন তোরাব বলেছেন: amar elakar masjid gula sob tiles mara.
taka ke dise jamayate islam ??
1 koti taka islamer pothe dan korar mto manus bd te ase.
shahbager birudhita mane sagu....
hefajot birudhita mane ....
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
আমরা তোমাদের ভুলব না বলেছেন: শোনা যাচ্ছে শামীম ওসমান নাকি তার নেত্রীর ধর্মপরায়ণতার ভূয়সী প্রশংসা করে লংমার্চে সমর্থন জানিয়েছেন । খেলার মনে হয় শেষ নাই আর!