![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
আজকাল পারফিউম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পারফিউমের ঘ্রাণ মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক। তাই এমন কোন কড়া পারফিউম ব্যবহার করা যাবে না যা আপনার আশেপাশের মানুষের বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । অতএব ব্র্যান্ড নির্বাচনে আপনাকে হতে হবে সাবধানী। পুরুষ মানুষের জন্য হালকা ঘ্রাণের পারফিউমই মানানসই। বাজারের হাজারো ব্র্যান্ডের পারফিউমের ভিড়ে নিজের জন্য মানানসই পারফিউমটি খুঁজে নেওয়া বিরাট শ্রমসাধ্য ব্যাপার। তাই অতি জনপ্রিয় কিছু পারফিউমের ব্র্যান্ডের নাম শেয়ার করছি যা থেকে অনায়াসে বেছে নিতে পারেন আপনার জন্য প্রযোজ্য পারফিউমটি। আরেকটা কথা, পারফিউমের ব্র্যান্ড নির্বাচনে সাধ ও সাধ্যের সমন্বয়টা ও বিশেষ জরুরিঃ
• গুচ্চি
• বারবেরি
• কার্টিয়ের
• ভার্সাসে
• ডানহিল
• থিয়েরি মুগলার
• মত ব্লাশ
• ভিক্টরিনক্স
• গিয়ার ফ্রাঙ্কফেরে
• এজারো
• এস্কাডা
• হুগো বস
• রবার্টো কাভাল্লি
• হেরমেস
• বস
• ভ্যালিন্টিনো
• আরমানি কোড
• ফারেনহাইট
• ডিজেল
আমি আমার জানা ব্র্যান্ডের নামগুলি শেয়ার করলাম। আপনারা কে কি ব্র্যান্ড ব্যবহার করছেন, আপনার ব্র্যান্ডটির বিশেষত্ব কি এখানে তা শেয়ার করতে পারেন। তাহলে যারা এখনো নির্দিষ্ট কোন ব্র্যান্ড চুজ করেননি তারা দিক নির্দেশনা পেয়ে উপকৃত হবেন। বলে রাখি আমার আবার নির্দিষ্ট কোন ব্র্যান্ড এর প্রতি দুর্বলতা নেই। বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ড ইউজ করি। এই যেমন এখন ব্যবহার করছি আরমানি কোড। এটি আমার খুব প্রিয় একটি ব্র্যান্ড। আপনার প্রিয় ব্র্যান্ড এর নাম কি?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
এম ই জাভেদ বলেছেন: ঘুরে আসলাম আপনার লিংক থেকে। প্রান ফ্রু টো আর ফ্রুটিকা জুসের ব্যাপারে সাবধানতা মুলক পোস্ট। এ দেশে এখন ও ভেজাল মিশ্রণ কারিরা বহাল তবিয়তে ব্যবসা করে যায় কিভাবে ! দেশটা কি মঘের মুল্লুক ?
২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
মানুষ নই বলেছেন: smell এগুলোর ভালো লাগে, brand বলবেন কিনা জানিনা
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
এম ই জাভেদ বলেছেন: নিচেরটা ব্যবহার করেছি ছাত্র জীবনে। খারাপ না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
মিশুক - ঢাকা বলেছেন: আমি ব্যাবহার করি পোলো স্পোর্ট ............ খু্বই পছন্দ..........
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
এম ই জাভেদ বলেছেন: পোলো স্পোর্ট , আন কমন ব্র্যান্ড মনে হচ্ছে। দেখি নেক্সট টাইম আমিও ওটা ট্রায়াল দেব।
ধন্যবাদ আপনাকে।
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮
একজন বাংলার ছেলে বলেছেন: চ্যানেল সিরিজ,পয়জন মেয়েদের জন্য আর আমার পছন্দ আকুয়া দি জয়,ফারেনহাইট হট
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
এম ই জাভেদ বলেছেন: হুম, ফারেন হাইট আমারও প্রিয়।
৫| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫
শরীফ হোসেন সাঈদ বলেছেন: আপনি কোথথেকে কিনেন? পারফিউম ওয়ার্ল্ডে সব পাওয়া যায় না। আবার আলমাসে প্যাক ওপেন থাকে।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
টানিম বলেছেন: আমার স্যালারি আলহামদুলিল্লাহ , কিন্তু কোনদিন পারফিউম কিনার সাহস হয় নাই । আমি অনেক বডি স্প্রে কিনি । তাই আমার অনেক গুলার নাম জানি । আপনাদের জন্য পারফিউম, আমার জন্য ডিওডরেন্টই যথেষ্ট ।
সময় থাকলে পড়ে আসুন , Click This Link