নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

হ্যাপি বার্থ ডে - ফারদিন

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫





১২ আগস্ট ২০১৩, আমার সোনা বাবুটার প্রথম জন্মদিন। মেইডেন বার্থ ডে বলে কথা। তাই ঈদের আমেজ শেষ হতে না হতেই গ্রামের বাড়ি ছেড়ে ঢাকা চলে আসতে হয় আমাকে। এম্নিতেই বহুমাত্রিক ব্যস্ততার কারনে অনেক সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ হয়ে উঠে না আমার। কিন্তু কাজের অজুহাতে নিজ সন্তানের জন্মদিনে অনুপস্থিতি কিছুতেই সমর্থন যোগ্য নয়। তাই গ্রামের বাড়ির অসমাপ্ত কাজ ফেলেই চলে আসি ১১ তারিখ সন্ধ্যায়।





আমার এ বাবুটা গত বছর পৃথিবীর আলো দেখার পর একটা সুন্দর নাম চেয়ে ব্লগে পোস্ট দিয়েছিলাম। অনেকেই অনেক সুন্দর সুন্দর নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু শেষ অব্দি তার নাম রেখেছি – জাওয়াদ তাহমিদ ফারদিন। কেউ এই নাম প্রস্তাব করেছিলেন কিনা এ মুহূর্তে স্মরণে আসছেনা। তবে যারা সেই পোস্টে কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি থাকল অনেক অনেক কৃতজ্ঞতা। আমার বাবুটা এখন ঘর আলো করে চার পায়ে কিংবা তিন চাকার গাড়িতে করে ঘুরে বেরায় এক রুম থেকে অন্য রুমে।





মুখে আধো আধো বুলি ফুটতে শুরু করেছে মাত্র । সে হয়েছে বাবার ভীষণ ভক্ত , দেখা মাত্রই ছুটে আসে কোলে চড়ার জন্য। ওকে কোলে তুলে নিই আমি পরম স্বর্গীয় মমতায়। আমার অর্থহীন জীবনকে তখন অনেক বেশি পরিপূর্ণ আর পরিতৃপ্ত মনে হয়। আমি বাবুটার জন্য সবার কাছে দোয়া চাইছি, সে যেন মানুষের মত মানুষ হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিচে তার জন্মদিন উদযাপনের কিছু ছবি শেয়ার করা হল।

( বিঃ দ্রঃ ইহা একটি কিঞ্চিৎ বিলম্বিত পোস্ট)









































মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নৈঋত বলেছেন: নামটা খুব সুন্দর :) :) :) ... ভাইপোকে জন্মদিনের শুভেচ্ছা !:#P !:#P !:#P !:#P.

ওর জন্যে রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা.

ভাবিকেও সালাম দিবেন :)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এম ই জাভেদ বলেছেন: আপু , এ নাম খুঁজে পেতে আমাকে অনেক খাটুনি খাটতে হয়েছে। নেট ঘেঁটে ঘেঁটে হয়রান হয়ে গিয়েছি। নামটি খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। নিজের চাকুরি জোগাড় করতেও আমাকে এত কষ্ট করতে হয়নি। আপনার মন্তব্য শুনে মনে হল আমার কষ্ট সার্থক। আপনার শুভেচ্ছা , ভালবাসা আর সালাম জায়গা মত পৌঁছে যাবে।

২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাবুর জন্য শুভ কামনা রইল ।
আমারও একজন আছে , নাম তাহমিদ ফিরোজ ফয়সল ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। বাহ, আপনার বাবুর নামটাও বেশ সুন্দর।

৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

সিরাজুল লিটন বলেছেন: ছোট্ট সোনার জন্য অনেক অনেক শুভ কামনা। অনেক বড় হও।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

এম ই জাভেদ বলেছেন: আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

!:#P !:#P !:#P !:#P !:#P

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

এম ই জাভেদ বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মাশাআল্লাহ্‌, বাবুটা তো খুবই মিষ্টি, ওর সুখী সুন্দর জীবনের কামনা করছি।ভালো থাকবেন।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

এম ই জাভেদ বলেছেন: আপু , সুন্দর মনের মানুষের চোখে সব কিছুর সৌন্দর্য ধরা পড়ে। আপ্নিও ঠিক তাই।

হিলিয়াম গ্যাস নয় , খাটি কথা। কাল আপনার একটা লেখা পড়েছি। খুব ভাল লেগেছে।

৬| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১১

েবনিটগ বলেছেন: শেষে plane এর ছবি কেন?

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

এম ই জাভেদ বলেছেন: ফারদিনের জন্মদিন সেলিব্রেট করার জন্য উত্তরার বাউনিয়ায় গিয়েছিলাম আমরা সবাই। জায়গাটা বিমান বন্দরে রানওয়ের ঠিক পাশে। ওখানে মাথার উপর দিয়ে বিমান ল্যান্ডিং করার সময় ঝড়ো বাতাসের মত চুল এলোমেলো করে দিয়ে যায়। বিমানের ঘন ঘন ল্যান্ডিং দেখে বাচ্চারা খুব এঞ্জয় করে।

জায়গাটা রীতিমত পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে এসে ভিড় করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.