নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাল হোসাইনের বাংলা ব্লগ

কাব্য কথন

মোঃ বেলাল হোসাইন

আইটি নিয়ে আছি

মোঃ বেলাল হোসাইন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের অনুভূতি থেকে

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৩

একটা সময় ছিল তুমি ছিলে

আমার ছোট্ট ঘরটিতে।

আজ তুমি নেই, কিন্ত ঘরটি আজো আছে।

সাজিয়ে রেখেছি তোমার মত করে এখনো।

সে ঘরটি তুমি আমায় প্রিয়ার মত করে জড়িয়ে ধরে ছিলে

আর বলে ছিলে আমায় ছেড়ে যাবে না কখনোই।

বাড়ীর আঙ্গিনায় তোমার লাগানো সেই বকুল গাছটা

আজ অনেক বড় হয়েগেছে!

ফুল ধরতে শুরু করেছে।

কিন্তু

তুমি বলে ছিলে….

বকুল ফুলের মালা গেথে যেন তোমার খোপায় বেধে দেই।

হয়তো আজ তুমি নেই কিন্তু বকুল ফুল মালা গেথে

তোমার পথ চেয়ে থাকি।

তুমি কখন আসবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.