নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগঃ পূর্নিমা রাতে, ফানুস আর বাজির ঝলকানিতে

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

হঠাৎ করেই ফোন করে বন্ধু বলল, আমরা ডিসি হিল আছি।চলে আয়।



ঈদের মৌসুম। বাসায় বসে আছি। মাংস খাওয়া ছাড়া আর বিশেষ কোন কাজ নেই। তাই চলেই গেলাম।



গিয়ে দেখি ডিসি হিলের সামনে বৌদ্ধ মন্দিরে প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে ফানুস বাতি উড়ানো আর বাজি পোড়ানো চলছে। ইচ্ছে হল, মোবাইলের ক্যামেরায় কয়েকবার "ক্যাপচার"-এ ক্লিক করলাম। তারই ফলশ্রুতিতে এই পোস্ট। :)





ফানুস বাতিতে আগুন দেয়া হচ্ছে





সিবলী সংসদের সৌজন্যে এই ফানুস বাতি





আরেকটা ফানুস বাতি ওড়ানোর চেষ্টা চলছে





সিবলী সংসদের ফানুস বাতি উড়ে গেল





উড়ে গেল দ্বিতীয় ফানুস বাতিটাও





সাথে চলছিল আরো অনেকগুলো ফানুস বাতি উড়ানোর তোড়জোড়





ফানুস উঠতে থাকল ওপরের দিকে





ফানুসের সাথে তখন আকাশে চলছিল বাজির খেলা



===============



এই বছর খুব কম পোস্টই দিয়েছি। ব্লগে আগের থেকে অনেকবেশি অনিয়মিত।নিজের উপস্থিতি জানান দেয়ার জন্যই এই পোস্ট। আর কোন কারন নাই।



মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

আমি তুমি আমরা বলেছেন: এই বছর খুব কম পোস্টই দিয়েছি। ব্লগে আগের থেকে অনেকবেশি অনিয়মিত।নিজের উপস্থিতি জানান দেয়ার জন্যই এই পোস্ট। আর কোন কারন নাই ।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: :(

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতোদিন কি করছেন?

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: এমনি এমনিই ব্যস্ত সময় চলে যাচ্ছে। :(

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) ..........দারুন মজা করছেন তো!!!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: মজা ভালই হইছে। বন্ধুদের সাথে সময় সবসময় ভালই যায়।

তোমার ঈদ কেমন কাটল? :)

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্ট এবং প্রিয় ব্লগারের উপস্থিতি দুটোই দারুণ উপভোগ্য

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় কান্ডারী অথর্ব। আপনাদের কারনেই সুযোগ পেলেই ব্লগে ঢু মেরে যাই :)

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্ট এবং প্রিয় ব্লগারের উপস্থিতি দুটোই দারুণ উপভোগ্য

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: জি ভাই... আপনার উপস্থিতি সাদরে গ্রহন করা হলো...... :D

ফানুস দেইখ্যা মজা পাইলাম......

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। সামনে পূর্নিমা নয়, অমাবস্যার চাঁদ নিয়ে পোস্ট দিতে চাই। :P :P

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। খুব মজা করছেন, বুঝলাম.. =p~

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: ভাল মজা হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ডি সি হিল আমার খুব প্রিয় একটা জায়গা । আপনার পোস্ট পড়ে কেন যেন প্রিয় শহরটাকে খুব মিস করছি । অনেক দিন ধরে দেশের বাইরে তো তাই।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

আমি তুমি আমরা বলেছেন: আপনি চাটগার ছেলে নাকি?

দেশে ফিরে আসুন, কোন একদিন ডিসিহিলে জমিয়ে আড্ডা হবে।অপেক্ষায় রইলাম। :)

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! আমিও একবার দেখেছিলাম, স্টেডিয়ামে একটা প্রোগ্রামে এই ফানুস উড়িয়ে ছিল। ডিসি হিল খুব পছন্দের জায়গা। জামাল খান থেকে প্রায় একটা সময় আড্ডা দিসে সেখানে যেতাম।

খুব চাই নিয়মিত উপস্থিতি জানান দেন :) :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

আমি তুমি আমরা বলেছেন: জামাল খান-চেরাগী পাহাড়-ডিসিহিল -পুড়ো এরিয়াটাই আসলে চমতকার।যদ্দূর জানি আপনি ঢাকার মানুষ, চট্টগ্রামে ছিলেন কখন?

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:

আমি একবার সামনে থেকে ফানুস উড়ানো দেখছিলাম। কাজটা হেব্বি মজার।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

আমি তুমি আমরা বলেছেন: আসলেই ভাই, হেব্বি মজার। তবে মাঝে মাঝে কিছু ফানুসে আগুন লেগে আর উপরে উঠতে পারে না, বরং জ্বলন্ত ফানুস ওপর থেকে ছিড়ে ছিড়ে পড়তে থাকে। তখন হেব্বি ভয় লাগে।

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

শুঁটকি মাছ বলেছেন: ফানুষ উড়াইতে ইচ্ছা লইতেছে!!!!!!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

আমি তুমি আমরা বলেছেন: চইলা আসেন এখানে তাহলে।

১২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

আমি তুমি আমরা বলেছেন: ধনিয়াপাতা জনাব।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

আমিনুর রহমান বলেছেন:



নেট স্লো তাই সব ছবি আসতেছে না। কাইল দেখমু নে :D

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

আমি তুমি আমরা বলেছেন: নেট স্লো আর সামুর যে সার্ভার /:) /:)

১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:




এইবার আইছে। ভালো হয়েছে তো। তয় এই পোষ্টে মন ভরে নাই আরো ভালো পোষ্ট চাই :P

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

আমি তুমি আমরা বলেছেন: সবগুলা ছবি দেখছেন তো?

আপনার প্রোপিকে সাথে এটা কে? আমাদের ভাতিজা নাকি?

১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

মামুন রশিদ বলেছেন: আমার খুব ইচ্ছে ফানুস উড়ানো দেখা ।


চমৎকার ছবি ব্লগে ভালোলাগা ।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

এবার ব্লগ ডেতে ফানুস ওড়ানোর ব্যবস্থা করলে কেমন হয়?

১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তোমার ছবি কই ? তোমার ছবি সহ দিলে ভালো হতো ?

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

আমি তুমি আমরা বলেছেন: আমার ছবিসিহি দিলে ভয়ে সবাই পালায় যাইত :P

১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো সুন্দর লেগেছে।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নিন প্রফেসর সাহেব :)

১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আহা! ফানুস!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: আহা ...।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

এহসান সাবির বলেছেন: দারুন।


এবার ব্লগ ডেতে ফানুস ওড়ানোর ব্যবস্থা করলে কেমন হয়?

সহমত।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

২০| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
ছবিগুলো সুন্দর লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভাল লাগল :)

২১| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.