|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
লোকসাহিত্যে প্রতিহিংসাপরায়ণ ভূত অথবা প্রতিহিংসাপরায়ণ আত্মা বলতে সেই সব মৃত আত্মাকে বুঝানো হয়েছে যারা মৃত্যুর পরে তাদের অস্বাভাবিক মৃত্যু নিষ্ঠুরতা এবং বিভিন্ন ধরনের অবিচারের জন্য প্রতিশোধ নিতে আবার পৃথিবীতে ফিরে আসেন । কিছু কিছু সংস্কৃতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সমাহিত করা বা শবদাহ অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে । প্রতিহিংসাপরায়ণ ভূতদের সেই অসুখী সব ভূতও বলা হয় যাদের মৃত্যুর পর তাদের শেষকৃত্য অনুষ্ঠান অথবা এধরনের আচার সঠিকভাবে পালন করা হয় নাই । প্রাচীন বিভিন্ন সংস্কৃতিতেও প্রতিহিংসাপরায়ণ ভূতের বিশ্বাস প্রচলিত আছে এবং পূর্বেও ছিল । বিভিন্ন কিংবদন্তী এবং বিশ্বাস অনুসারে ওইসব ভূতেরা জীবিতদের পিছে লক্ষ্যহীনভাবে এবং অস্থিরভাবে ঘুরে বেড়ায় এবং প্রতিশোধ নেওয়ার উত্তম সময় খুঁজে । যখন প্রতিশোধ নেওয়া শেষ হয় তখন তারা আবার মৃতদের পৃথিবীতে ফিরে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা অতুষ্ট থাকেন । আবার কিছু কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় প্রতিহিংসাপরায়ণ ভূতেরা সাধারণত নারী হয়ে থাকেন । আর বিশ্বাস অনুসারে যে সকল নারীদের বেঁচে থাকতে তাদের উপর অন্যায় অত্যাচার করা হয় ও নির্যাতন এবং যে সকল নারী হতাশা নিয়ে মৃত্যুবরণ করেছেন তারাই পরবর্তীতে মৃত্যুর পর প্রতিহিংসাপরায়ণ ভূতে পরিণিত হন । বিভিন্ন সংস্কৃতিতে প্রতিহিংসাপরায়ণ ভূত তাড়ানোর জন্য মন্ত্র এবং তাদের হাত থেকে নিবৃত্তির জন্য সামাজিক ও ধর্মীয়ভাবে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয় । প্যরাগুয়ের উত্তরের আচি জাতিগোষ্ঠীর লোকজন প্রথাসিদ্ধ সমাধির পরিবর্তে শবদাহ সমাহিত করাকে খুবই বিপদজ্জনক বলে মনে করেন  । তাতে প্রতিহিংসাপরায়ণ ভূতের আক্রোমেনর ঝুঁকি রয়েছে বলেও তারা বিশ্বাস করেন । যেকোন স্থানে কোন ব্যক্তি খুন হলে এবং মৃতদেহ সঠিকভাবে সমাহিত করা না হলে মৃতদেহ পুনরায় কবর থেকে উঠানো হয় এবং পরবর্তীতে খারাপ আত্মাদের হাত থেকে বাঁচানোর জন্য সঠিক আচার অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় সমাহিত করেন । বিভিন্ন দেশে সমসাময়িক নাটক ও চলচ্চিত্র পতিহিংসাপরায়ণ ভূতের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে নানা ধরনের নাট্য বা চলচ্চিত্র যেমনঃ দ্য গ্রাজ, দ্য পিট এন্ড দ্য পেন্ডুলাম, দ্য ফগ, দ্য ওয়ার্ড, ক্যসাদাগা, কাল, লেফ্ট ফর ডেড, বিশ সাল বাদ, ডার্লিং, রাগিনী এমএমএস, ডার্ক স্যাডোস ও দ্য ট্রাবলসাম নাইটস চলচ্চিত্র বা ধারাবাহিক নাটক । তাছাড়াও কিছু টেলিভিশন ধারাবাহিক যেমনঃ স্পুকি ভ্যালেন্টাইন, স্পুকি নাইট, কার্মেড এন্ড ঘোস্ট উইসপারার এবং জনপ্রিয় থাই টেভিভিশন অপেরা রেঙ গাও । কিছু কিছু উপন্যাস যেমনঃ তামির ত্রিয়াদ এবং তামসিন, কমিকস যেমন, জেন্টেলম্যান ঘোস্ট এন্ড জাজ ডেথ, অ্যানিমেশন ধারাবাহিক যেমন, ড্যানি ফেন্টম ও অ্যাডভেঞ্চার গেম যেমন, জো মিথোস ইত্যাদি উল্লেখযোগ্য আছে । 
 ৩২ টি
    	৩২ টি    	 +৯/-০
    	+৯/-০  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৪১
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৪১
কালের সময় বলেছেন: পড়ার জন্য অসংখক ধন্যবাদ ভাইয়া । ওইটুক তথ্যই যে ভাইয়া আমার হাতে ছিল ।
২|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:২২
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:২২
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর ভুতের তথ্য জানা হলো। আমি বাস্তবেও একটি ঘটনা জেনেছি যা আমার কাছে আশ্চর্যই লেগেছে।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৪৫
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৪৫
কালের সময় বলেছেন: তাহলেতো ভাইয়া আমরা আশা করি খুব শিগ্রই আপনার সে ঘটনাটি শেয়ার করবেন । ধন্যবাদ ভাইয়া ।
৩|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৬
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: একবিংশ শতাব্দীতে এ্খনো ভূতে বিশ্বাস সত্যিই অদ্ভুতূরে !!!
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১৩
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১৩
কালের সময় বলেছেন: কদিন পর দেখা যাবে আমরা জীবিত মানুষও ভূত হয়ে গেছি ।
৪|  ২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫১
২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫১
হামিদ আহসান বলেছেন: অামি ভুত ডরাই ....
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩০
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩০
কালের সময় বলেছেন: বুঝতে পারছি তাবিজ কিনন লাগব । 
৫|  ২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫১
২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: সভ্যতা যতই সামনে আগাক, এই ভুতের ভয় মানুষের পিছু ছাড়বেনা। চরম উতকর্ষতার সময়েও ছাড়বেনা। তখন হয়তো আমরা ইলেকট্রনিক ভুত দেখতে পাবো।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৭
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৭
কালের সময় বলেছেন: কথা কিন্ত সত্যিই কইছেন নদী ভাই । তাও আবার কেমন হবে দেখতে সে ভূত ভাবতেই শরীরে কাপন আইছা পরলো । 
৬|  ২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫৭
২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভূত সম্পর্কে আমাদের জানানোর জন্য ।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৯
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৯
কালের সময় বলেছেন: আপনাকেও জানার জন্য ধন্যবাদ দেইখেন ভয় পাইয়েন না আবার । 
৭|  ২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪৪
২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৪৪
জেন রসি বলেছেন: অন্যায় কিছু করলে মানুষ নিজেই আসলে ভয়ে থাকে। ভয় থেকে অনেক কিছু কল্পনাও করে ফেলে। প্রতিহিংসাপরায়ন আত্মাও তেমনি কোন কাল্পনিক বিশ্বাস।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৫
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৫
কালের সময় বলেছেন: ঠিক বলেছেন রস ভাইয়া । তাই বিশ্বাস আমারো । আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
৮|  ২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৩৮
২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৩৮
আমি মিন্টু বলেছেন: আমি নারি ভুত দেখছি 
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৬
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৬
কালের সময় বলেছেন: দেখতে কেমন ছিল সে ভূত মিন্টু ভাই ।
৯|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
২৭ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
সুমন কর বলেছেন: প্রতিহিংসাপরায়ণ ভূত সম্পর্কে জানলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ। 
+।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৮
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৮
কালের সময় বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারও ভালো লাগল । ধন্যবাদ সুমন ভাই ।
১০|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:৩৭
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:৩৭
মামুন ইসলাম বলেছেন: ভূত সম্পর্কে অনেক কিছু জানা হলো ।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৯
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই জেনেছেন শুনে খুশি হলাম ।
১১|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১:১০
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১:১০
সায়েদা সোহেলী বলেছেন: জেন রসি বলেছেন: অন্যায় কিছু করলে মানুষ নিজেই আসলে ভয়ে থাকে। ভয় থেকে অনেক কিছু কল্পনাও করে ফেলে। প্রতিহিংসাপরায়ন আত্মাও তেমনি কোন কাল্পনিক বিশ্বাস।  
  ২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:০২
২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:০২
কালের সময় বলেছেন: দেইখেন আপু আপনার কারো সাথে সেরকম কোন প্রতিহিংসা থাকলে মরার পরে সেও প্রতিহিংসাপরায়ন ভূত হইয়া আপনার সামনে আসতে পারে । তাই খুব সাবধান 
১২|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ২:৩৯
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ২:৩৯
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভুতুরে পোষ্ট- শুভকামনা জানবেন   
   
  
১৩|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৩:০১
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৩:০১
রুদ্র জাহেদ বলেছেন: জেন রসি বলেছেন: অন্যায় কিছু
করলে মানুষ নিজেই আসলে ভয়ে
থাকে। ভয় থেকে অনেক কিছু
কল্পনাও করে ফেলে।
প্রতিহিংসাপরায়ন আত্মাও তেমনি কোন
কাল্পনিক বিশ্বাস।
১৪|  ২৮ শে অক্টোবর, ২০১৫  ভোর ৪:০৭
২৮ শে অক্টোবর, ২০১৫  ভোর ৪:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ভূত সম্পর্কে জানা হল ।
১৫|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৮:০১
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৮:০১
রক্তিম দিগন্ত বলেছেন: আরেকটু ডিটেইলস হলে মজা পেতাম।
লেখককে অনুরোধ করব, আরো একটু বেশি তথ্য দিয়ে এই লেখাটিই পোষ্ট করার জন্য।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৩৭
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৩৭
কালের সময় বলেছেন: ভাই ভূতের শেষ নাই সূতারং তথ্যেরও শেষ নাই । আমি এমনে ভূতকে ভয় পাই । আপনার জন্য শুভকামনা থাকল ।
১৬|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৪১
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: ইন্টারেস্টিং ম্যাটার তো। আর ভয়? যেইটা নাই, সেইটাকে ভয়ই বা কেন পাবো? 
শুভকামনা আপনার প্রতিও রইলো।
১৭|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:২৩
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:২৩
জুন বলেছেন: ভুত ভয় পাই তাতে আবার প্রতিহিংসাপরায়ন ভুত  
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৪
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৪
কালের সময় বলেছেন: আপু মনে করে দেখেন জীবনে কারো মনে কোন কষ্ট দিছেন কিনা । যদি দিয়ে থাকেন আর সে যদি মরে থাকে তহলে হইছে 
আর কোন রক্ষা নাই । নিশ্চিত ভূত হইয়া আইবো আপনার সামনে প্রতিশোধ নিতে ।  
  
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভকামনা থাকল আপু ।
১৮|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৮
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৮
বনমহুয়া বলেছেন: আপনাকে ভুত ধরুক। তারপর পোস্ট লিখলে জম্পেস হবে বেশ।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫২
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫২
কালের সময় বলেছেন: আমাকে যে ধরেনি তা নয় আপু । তবে আমারটি সত্যিকারের জীবিত ভূত রূপের মানুষ । আপনার জন্য শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:১১
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:১১
ডাঃ মারজান বলেছেন: তথ্য গুলো জেনে ভালো লাগলো। আরেকটু লিখলে পারতেন। অনেক অনেক শুভেচ্ছা।