|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আপনার সন্তানকে শিক্ষিত বানান
দেখুন আমাদের সমাজে এখন যে সময়টি চলছে সেই সময় উপযোগী হিসেবে  শিক্ষার বিকল্প আর কিছু নেই । আজ আমাদের দেশে অনেক দরিদ্র পরিবারে দেখা গেছে অশিক্ষিত বাবা মা সন্তানকে কোন মত কষ্ট করে প্রাথমিক স্কুলে ভর্তি করিয়েছেন কিন্তু কোন প্রাইভেট শিক্ষক রাখার মত সমর্থক নাই বলে রাখতে পারেন না । আর আপনার সন্তানের লেখাপড়া কেমন হচ্ছে  তাও বলতে পারছেন না । কারন আপনি অশিক্ষিত তাই । শুধু এখানেই শেষ নয় দেখা গেছে আপনি কোথাও কোন কাজে গেছেন সেখানে আপনার শিক্ষা না থাকায় তাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতেও আপনার কষ্ট হয়ে যাবে । এর দেখা গেছে আপনি যদি কারো কাছে আপনা সম্পতি বিক্রি করতে চান দুই আনা দেখা যাবে আপনি অশিক্ষিত যে কিনবে সে শিক্ষিত আর সে কারনে আপনাকে ঠকিয়ে সে আপনার কাছ থেকে দুই আনার বদলে পাঁচ আনা লিখে নিবে আপনি বলতেও পারবেন না । কারন টা ধরার মত যে ক্ষমতা অর্থাৎ শিক্ষা টা আপনার নাই । 
আজ যদি আপনি শিক্ষিত হতেন তাহলে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষকের কাজটুকো আপনি নিজেই করতে পারতেন ।
আজ যদি আপনি শিক্ষিত থাকতেন তাহলে আপনার চোখ থাকিতেও অন্ধ থাকতেন না । আপনার সম্পতি আপনি নিজ চোখে দেখে শুনে বুঝে ভালো ভাবে নির্ভেজাল ভাবে বিক্রি করতে পারতেন । এমনকি আপনাকে এসব বিষয়ে কোথাও ঠকতে হত না । এক কথায় বলতে গেলে শিক্ষা ছাড়া আপনি ধরে নিন চোখ থাকিতেও অন্ধ । 
তাই আপনার সন্তানকে স্কুলে পাঠান যাতে করে তাকে আপনার মত কোথাও ঠকতে না হয় । যাতে করে তাকেও আপনার মত চোখ থাকিতে অন্ধ সাঁজিতে না হয় । আপনার  সন্তানকে অন্তত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করুন ।
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১০:১৩
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১০:১৩
কালের সময় বলেছেন: চাদগাজী ভাইয়া মানুষ পেলে একটু বেশিই খায় তবে এত বেশি খাওয়া ভালো না । যাই হোক সারা রাত আপনাকে আবার 
অনেক কাজ করতে হবে তাই যাইয়া দুই এক ঘন্টা ঘুমাইয়া লন । শুধু শুধু বুড়া মানুষের মত বগবগ কইরেন না  যান । 
২|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:০৩
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:০৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আজকাল তথাকথিত শিক্ষিতদের গুনে গুনে ঘুষ খাও্য়ার কথা শুনে মনে হয় লাথি মারি এই শিক্ষার।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১৭
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১৭
কালের সময় বলেছেন: না ঠিক না আপনার ধারনা ঠিক না ।
৩|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১০
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১০
বিপরীত বাক বলেছেন: বাংলাদেশে শিক্ষিত হওয়ার সাথে সাথে টাউটামি বাটপারি ঠগবাজি শিক্ষা দেয়া অতীব জরুরী।। যারা এ দুটোর কম্বিনেশন ভালো করে তারাই সর্বাধিক সফল।। জরিপ চালায় দেখেন।।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৯
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৯
কালের সময় বলেছেন: খারাপ ভালো মিলেই জাতি । তাই বলে ভাই ভালোরা পিছিয়ে নেই । ধন্যবাদ ভালো থাকুন ।
৪|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১৬
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:১৬
আহমেদ জী এস বলেছেন: কালের সময়   , 
অনেক কথা বলার সুযোগ আছে  এমন একটি বিষয়ে পোষ্ট দিয়েছেন ছোট্ট করে । তবুও বলবো "আপনার সন্তানকে স্কুলে পাঠান " এই শ্লোগানটি যথার্থ । 
 শুভেচ্ছান্তে ।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৬
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৬
কালের সময় বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য অসংখক ধন্যবাদ প্রিয় ব্লগার আহমেদ জী এস ভাই । যথার্থ ভাবে জ্বলে উঠুক সমাজের সর্বাস্থরে আপনার সন্তানকে স্কুলে পাঠান বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দান সম্পূর্ণ করুন শুভেচ্ছা থাকল ।
৫|  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৫
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৫
প্রামানিক বলেছেন: আজ যদি আপনি শিক্ষিত হতেন তাহলে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষকের কাজটুকো আপনি নিজেই করতে পারতেন ।
আজ যদি আপনি শিক্ষিত থাকতেন তাহলে আপনার চোখ থাকিতেও অন্ধ থাকতেন না । আপনার সম্পতি আপনি নিজ চোখে দেখে শুনে বুঝে ভালো ভাবে নির্ভেজাল ভাবে বিক্রি করতে পারতেন । এমনকি আপনাকে এসব বিষয়ে কোথাও ঠকতে হত না । এক কথায় বলতে গেলে শিক্ষা ছাড়া আপনি ধরে নিন চোখ থাকিতেও অন্ধ । 
সত্য কথা।
  ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৮
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার নিয়মিত পাশে থেকে লেখায় অনুপ্রেনা দেওয়ায় । শুভেচ্ছা থাকলো ।
৬|  ২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ২:০০
২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ২:০০
রক্তিম দিগন্ত বলেছেন: শিক্ষা ব্যবস্থারই তো হাজারটা গলদ। এই শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে, কীইবা এমন চোখটা পাবে? 
যেই চোখটা পাবে শিক্ষায় পেত, ঐটাই আবার টাকা ছিটালে আরো ভালো মানেরটা পাওয়া যায়। [প্রশ্ন ফাঁসের পরের অবস্থাটা]
তবুও আপনার কথাও ঠিক আছে। কিছু কিছু ব্যপারে শিক্ষা থাকলে - তাকে আর ঠকতে হবে না পরবর্তীতে।
  ৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৪
৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই । হ ঠিক কছেন । তার পরেও কিছু কিছু সময় শিক্ষার প্রয়োজন আছেগো ভাই ।
৭|  ২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ২:০১
২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ২:০১
প্রবাসী পাঠক বলেছেন: শুধু সাক্ষরতার কথা বোলার সময় মনে হয় এখন আর নেই। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। প্রশ্নপত্র কিনে পাশ করা শিক্ষা নয়।
  ৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩২
৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩২
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই হুম সহমত ।
৮|  ২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ২:১৫
২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ২:১৫
মিন্টুর নগর সংবাদ বলেছেন: @কালের সময় পরের কথা বাদ দিয়ে ভেবে দেখুন আগে আপনাকে  প্রথামিক শিক্ষা নিতে হবে  
  ৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩১
৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৩১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই নগর সংবাদ ঠিক বলেছেন ।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৫৯
২৮ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
"আপনার সন্তানকে অন্তত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করুন । "
-কালের সময়, অকালের পোস্ট দিচ্ছেন; বলুন, প্রতিটি ছেলেমেয়ের ৪ বছরের ব্যচেলের ডিগ্রি যেন ফ্রি করা হয়।