|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
মাঁঝ রাতে চাঁদের স্নিগ্ধতায় মুগ্ধ মন
এইতো রাতের অন্ধকার কাঁটবে 
মাটিতে ভোরের ফুল ফুটবে 
দিনের সূর্য ঝকঝকে হাসবে এখন ।
কালো মেঘ জমাট বাঁধবে আকাশ 
শেষ হবে বৃষ্টি ঝড়ে 
বড় মুগ্ধ হই তোমার লেখা ভোরের কবিতা পড়ে 
সারা রাত কেটে যায় তোমায় নিয়ে আঁকিবুঁকি করে । 
না পাওয়ার বেদনা বড় মধুর হয় 
থাকে না হারাবার তাতে কোন ভয় ।
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৬
০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই । মাঝে মাঝে কবিতা লেখা শেখার ইচ্ছা জাগে আর কি ।
২|  ০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৯
০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৯
গেম চেঞ্জার বলেছেন: সিগ্নটায় < স্নিগ্ধতায় হবে কি?
ভাল লাগলো। তবে টাইপোর জন্য ছন্দপতন মনে হচ্ছিল!! শুভকামনা।
  ০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৯
০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই ঠিক করে দিয়েছি ।
৩|  ০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩২
০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩২
গেম চেঞ্জার বলেছেন: স্যরি, হেডলাইনেও!! 
  ০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৯
০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৯
কালের সময় বলেছেন: হুম ধন্যবাদ  
৪|  ০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৪
০৫ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৪
মোঃ সরব বাবু বলেছেন: অনেক সুন্দর কবিতা.....!
  ০৬ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৩
০৬ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ
৫|  ০৫ ই নভেম্বর, ২০১৫  রাত ১১:৫২
০৫ ই নভেম্বর, ২০১৫  রাত ১১:৫২
আমি মিন্টু বলেছেন: দারুন দারুন হয়েছে ভাই ।
  ০৬ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৪
০৬ ই নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৪
কালের সময় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৬|  ১২ ই নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৮
১২ ই নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৮
ফুলফোটে বলেছেন: আসলেই সুন্দর
  ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:১০
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:১০
কালের সময় বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৮
০৫ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৮
প্রামানিক বলেছেন: কালো মেঘ জমাট বাঁধবে আকাশ
শেষ হবে বৃষ্টি ঝড়ে
বড় মুগ্ধ হই তোমার লেখা ভোরের কবিতা পড়ে
সারা রাত কেটে যায় তোমায় নিয়ে আঁকিবুঁকি করে ।
চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ