|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
হ্যাঁ  মানছি এটা জগণ্যতম একটি অপরাধ দুঃখজনক ঘটনাও । এও মানছি দুঃখজনকভাবে হলেও যে কোন কারন বসতই মেয়েটির বাবা মা হয়ত তাদের সন্তানকে উপযুক্ত ভাবে মানুষ করতে পারেন নি বা মানুষ করে গড়ে তুলতে পারেন নি । আজ তাঁরা যদি আরো সতর্ক এবং সচেতন থাকতেন তাহলে আজ এই অবস্থাও হয়ত হতো না । তারপরেও আমার মতে মেয়েটির ফাঁসি দেওয়া ঠিক হবে না । তাকে জেল দেওয়া যেতে পারে হতে পারে জরিমানা । ফাঁসি এটা  অতি দুঃখজনক । মৃত্যুর বদলে মৃত্যু আসলে কোন সমাধান আনতে পারে না তাতে আরো জটিলতা থেকেই যায় । তাই ঐশী কে ফাঁসি না দিয়ে জেল দিলে তাকে দেখে অনেক বাবা মা ও সন্তানের শিক্ষা হবে । 
তাদেরকে ঐশী নামের মেয়েটির ঘটনা মনে পড়তে অনেক সচেতন হতে সাহায্য করবে । আর সব থেকে বড় কথা হলো ঐশী নিজে থেকেই কিন্তু থানায় আত্মসমর্পণ করেছে । সূতারাং এদিকটাও বিবেচনায় আনতে হবে । আমার জানা মতে অপরাধী নিজের ভুল নিজে স্বীকার করলে এমনেতেই তার অপরাধ অনেকটা হালকা হয়ে যায় । তাই তাকে ফাঁসি না দিয়ে জেল জরিমানা করা হউক । 
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৪
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৪
কালের সময় বলেছেন: কেউ একজন এসে মেয়েটির পাশে দাঁড়ানো উচিৎ । ধন্যবাদ প্রামানিক ভাই বিষয়টি মাথায় নেওয়ার জন্য ।
২|  ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৩
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৩
রাজা মশাই বলেছেন: বিচারটা সমর্থন করছি না। আদলতের আরো আন্তরিক হওয়ার বিনীত নিবেদন রইল।
  ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৬
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৬
কালের সময় বলেছেন: আমরা অনেকেই ভাই আপনার সাথে সহমত । কিন্ত আদালত কি আমাদের কথা মানবে ? ধন্যবাদ রাজা মশাই ।
৩|  ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪০
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সকল মানুষ ও জীন তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করবেই
তা হোক ইহকালে অথবা পরকালে এটা আমাদের বিশ্বাস।
হাজার অপরাী মুক্তি পাক কিন্তু একজন নিরাপরাধী যেন
সাজা না পায় সেটাও আমাদের প্রত্যাশা। আল্লাহই ভালো
জানেন কে দোষী আর কে নির্দোশ! যদি ঐশীর পিতামাতা
দোষী হয়ে থাকেন তা হলে তারা সাস্তি্ পেয়েছ্নে যদি
ঐশী দোষী হয় তা হলে সেও সাজা পাবে আর যদি নিরপরাধ
হয় তবে যে কোন উসিলায় সে মুক্তি পেয়ে যাবে। এখানে
আবেগের কোন যায়গা নাই..
  ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪৬
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ নূর ভাই । আবেগ না ভাই মাঁঝে মাঁঝে আমার মনে হয় আমারা অনেক কিছুই শুধু ভুলই করে চলছি । 
তাই আজকে এই অবস্থা ।
৪|  ১২ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩১
১২ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩১
চলন বিল বলেছেন: ঐশী যখন মাদকের পথে প্রথম হাটি হাটি পা বারিয়েছিল, তখন কি সে ভাবতে পেরেছিল এই পথ তাকে কোথায় নিয়ে যাবে?
কিংবা তার মা বাবা যখন তাকে লাগামহীন করে ছেড়ে দিয়েছিলেন, তখন কি তারাই ভাবতে পেরেছিলেন কী হতে যাচ্ছে এর পরিণতি? আফসোস!
যাহোক মাদকাসক্ত একটা মেয়েকে সর্বোচ্চ শাস্তি কীভাবে দেয়া হোল এই ব্যাপারটা আমার বুঝে আসছে না। এটাও অবশ্য ঠিক বাংলাদেশের বিচার ব্যবস্থা আমার কখনোই ঠিক বুঝে আসে নাই
  ১৬ ই নভেম্বর, ২০১৫  রাত ১:৩৪
১৬ ই নভেম্বর, ২০১৫  রাত ১:৩৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৫|  ১২ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৪
১২ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৪
জনাব মাহাবুব বলেছেন: মেয়েটি সুন্দরী বলে তার প্রতি সহৃদয় হলে চলবে না। সে অত্যন্ত ঠান্ডা মাথার খুনি। বাবা-মাকে হত্যার পর তার মধ্যে কোন অনুতাপ বা অনুশোচনা দেখা যায়নি। উল্টো সে নিজে বাচার জন্য পরবর্তীতে খুনের কথা অস্বীকার করেছে। 
এই মেয়ে বেচে থাকলে ভবিষ্যতে তার হাতে আরো কেউ খুন হতে পারে। অতএব ঠান্ডা মাথার খুনিকে, ফাসি দেওয়াটাই সঠিক বিচার।  
  ১৬ ই নভেম্বর, ২০১৫  রাত ১:৩৪
১৬ ই নভেম্বর, ২০১৫  রাত ১:৩৪
কালের সময় বলেছেন: 
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২১
১২ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২১
প্রামানিক বলেছেন: বলার মত কোন ভাষা খুঁজে পাচ্ছি না। এর পক্ষে আপীল করার মতো কেউ আছে কিনা জানি না।