![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন রাতের অন্ধকার কেঁটে ভোরের আলোতে,
পাখীরা সব জেঁগে উঠে কিচিমিচি ডেকে ।
আমিও উঠি জেঁগে,
দিনের সূর্যের সোঁনালী রদ্রু গায়ে মেখে ।
যাই অনবরত তোমার জন্য এই দুটি হাতে,
বকুল গোলাপের লাল নীল হলুদ,
নানা রং মাখানো ফুলের,
হাজার হাজার লক্ষ লক্ষ মালা গেঁথে ।
রোজ দুপুরে রূপালী রোদে বহু সৃত্বি পড়ে মনে ,
কোন এক শীতের সকালে যেতাম হারিয়ে,
কোন এক অঁচেনা অজানা,
কোন এক কুয়াশা ডাকা ভুবনে ।
দেখি বহু ছবি এঁকে,
কত দিন শুনি না কোন কথা অভিমানী ওই লাজুক মুখে,
মিশে মায়া মিশে মমতা,
তাইনা ভেবে বহু দুঃখ বেঁধেছে এই পাথর বুকে ।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগেনি| ভাই আপনার নামটা বুঝি না| কালের সময়! কাল মানেই তো সময়
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
কালের সময় বলেছেন: হা হা হা ধরেনিন আপনার এক বন্ধু বা ভাই ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমনকর ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগলো আপনার ছন্দ মাখা কবিতা ।