![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহরুখ কাজলের দিলওয়ালে আর্থিক সফলতা অব্যাহত রয়েছে। বিশ্বজুড়ে সিনেমাটি প্রায় ২৭৩,৫ কোটি রূপি আয় করেছে।
রোহিত শেঠির পরিচালনায় পাঁচ বছর পরে দিলওয়ালে সিনেমায় আবারও জুটি বেধেছেন কাজল শাহরুখ জুটি। আর তাদের নিয়ে সেই উন্মাদনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আরব আমিরাতে দিলওয়ালের আয় আমির খানের পিকে ও সালমান খানের প্রেম রতন ধন পায়ো এবং শাহরুখের নিজের সিনেমা হ্যাপি নিউ ইয়ারকে ছাড়িয়ে গেছে। এখানে ৬,৩ মিলিয়ন ডলার আয় করেছে যা মুক্তি পাওয়ার ১০ দিন পরে তৃতীয় সর্বোচ্চ আয়। মালয়েশিয়াতে ৪ লাখ ডলার আয় করেছে যুক্তরাজ্যেও দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিদেশে সব মিলিয়ে প্রায় ১৬,৭৫ মিলিয়ন ডলার আয় করেছে এই দিলওয়ালে। আর ইতোমধ্যে দেশেও শত কোটির ক্লাবে প্রবেশ করেছে এই সিনেমা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১০
কালের সময় বলেছেন: মুটামুটি ভাই ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
শাহাদাত হোসেন বাবলু বলেছেন: বাংলা ছবি
ভালোবাসার ঘর
এর মত ১০ বছর আগে দেখেছি
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
কালের সময় বলেছেন: সেম টু সেম মনে হয় ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
মিলন হোসেন১৫৮ বলেছেন: এক কথায় ফালতু ছবি
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
কালের সময় বলেছেন:
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
আবু শাকিল বলেছেন: মুভিটা দেখছি ভালাই আয় করতেছে ।
আমিও দারুন একটা বাংলা সিনেমা দেখছি ।যেখানে নায়ক জসিম এবং নায়িকা শাবানা ।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪
কালের সময় বলেছেন: আপনার দেখা সই সিনেমাটিতে একটি গান ছিলো তোমায় নিয়ে সাঁজাবো ভালোবাসার ঘর
ভালো আছেন প্রিয় শাকিল ভাই ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২
রক্তিম দিগন্ত বলেছেন: রাজু মাস্তান চরিত্রে জসিম ছিল ও তার নায়িকা ছিল শাবানা। জসিমের ভাই ছিল অমিত হাসান। শাবানার বোনের নাম মনে নাই।
ঐটার কপিই এই দিলওয়ালে। মাইরা দিয়া কোটি কোটি টাকা কামাইছে।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
কালের সময় বলেছেন: রক্তিম দিগন্ত ভাই মনে হচ্ছে ভারতও আজকাল কপি পোস্ট শুরু করছে
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
ফান তুফান বলেছেন: ‘ভালোবাসার ঘর’ ছবিতে জুটি বেঁধেছিলেন জসিম ও শাবানা। জসিম অপরাধ জগতে কাজ করে। হঠাৎ শাবানার প্রেমে পরে ভালো হয়ে যায়। কিন্তু শাবানার বাবা ভুল বুঝিয়ে দু’জনকে আলাদা করে দেয়।
এরপর দুজন কসম নেয় জীবনে কোনোদিন বিয়ে না করার। কাকতালীয় ভাবে কয়েক বছর পর জসিমের ছোট ভাই অমিত হাসান আর শাবানার ছোটবোন পপি একে অপরের প্রেমে পড়ে। শাবানার সাথে অমিত হাসানের দেখা হলে শর্ত দেয় পপিকে পেতে হলে জসিমকে ছেড়ে ঘরজামাই হয়ে শাবানার বাড়িতেই থাকতে হবে তাঁকে।
অমিত হাসান সাবানার প্রস্তাব সহজে মেনে নেয় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে। অর্থাৎ শাবানা যে অমিত হাসানের বড় ভাইয়ের সাথে ইটিশ পিটিশ করত সেটা সে জেনে যায়। তাই পপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা তাদের বড় ভাই-বোনদের মনে আবারো প্রেম জাগানোর প্ল্যান করে!
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭
কালের সময় বলেছেন: আপনি ভালো কাহিনী জানেন দেখছি
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: গল্প কেমন ?