![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার হয়ে গেল একটি বছর
পার হলো ২০১৫ সাল
শুরু হলো ২০১৬ সাল
ব্লগে ব্লগে ভরে উঠেছে ব্লগারদের পাল
পাল তুলে পড়ছে গল্প কেহ কবিতা
কেহ আছে নিয়ে ছড়া
এযেন অন্যরকম আনন্দের ধারা
কেহ নিয়ে এসেছেন অজানা গান
ব্লগ যেন ফিরেপেল অন্যরকম প্রাণ ।
বলেও যেন হয়নি বলা একটি অনুধাধা
যানি না সে কি এমন কথা
কোথায় যেন মমতায় আছে বাঁধা
চলুন আজকে নতুন বছরের আনন্দ
ভাগ করে নেই আধা আধা ।
সকলকে জানিয়ে যাই নব বৎসরের শুভেচ্ছা ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
কালের সময় বলেছেন: আপনাদেরও সব দিক দিয়ে শুভ এবং কল্যাণময় হোক।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: নতুন বছরের এই শুভলগ্নে আপনার শুভ চিন্তাগুলোর কথা জেনে ভাল লাগলো। দোয়া করি নতুন বছরটা আপনার জন্য সব দিক দিয়ে শুভ ও কল্যাণময় হোক।