![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরব নিঃ শব্দ
এরই মাঝে শহরের অলিগলিতে
সকল কর্ম ব্যস্ত মানুষের ভিরের মাঝে
অনেকেই হচ্ছেন জব্দ ।
কেউ ছুড়ির সামনে
কেউ পাইপের সামনে
কেউ কাগজ কলমে
কেউ বা আইনের প্যাচে
কেউ হারাচ্ছে
কেউ আবার তা খাচ্ছে।
জীবনের পথগুলোই যেন আজ বিবেচিত
সামনে হার্টে আজ মানুষ ভয় পায়
কেননা অপরাধ করছে একজন
আর পড়ছে তা অন্যের উপরে দায় ।
কারো কারো মন নিরব নিঃ শব্দ মানুষের কথা বলে
তাদের সুখ দুঃখগুলো বোঝে
তাদের দুঃখে কাঁদে
আবার এদেরই মাঁঝে
কেউ কেউ সরলতা খুঁজে
যাতে ঠেকিয়ে খেতে পারে
তার গায়ের রক্ত চুষে ।
তাই অনেকের ঘৃণা হয় এই পৃথিবীর উপরে
আসলে পৃথিবীর কোন দোষ নেই
দোষ যা আমাদের ।
আমরাই অনিয়ম করি
আমরাই নিয়ম গড়ি ।
মোরা হোলাম যে নিয়মের যন্ত্র
তাই সঠিক নিয়ম রেখে পড়ি ভুল মন্ত্র ।
মোরাই হোলাম মানুষ গড়ার কারিগর
আবার মোরাই অমানুষ গড়ি দিনভর ।
যন্ত্র কি মানুষকে চালায়
না যন্ত্র মানুষকে চালায় না
মানুষই যন্ত্রকে এগিয়ে নেন সামনের দিকে
মানুষের মন মতোই চালান সেই যন্ত্রতাকে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
কালের সময় বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
নীল কপোট্রন বলেছেন: ভালো লাগলো।