|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
পাগলা হাওয়া মগ্ন হারা প্রাণ, 
প্রতি নিশ্বাস বলছে হৃদয় মালতি তাহার প্রাণ
চায়ছে জোৎসনার জ্বলে করতে স্লান ।
পাগল করা বাঁশুরিয়া 
দিয়েছে সুর ধরে টাণ
বাঁশির সুরেই যেন
তাল মিলিয়েছে মন কারা সে গান ।
ঘুরে ফিরে দৃষ্টির অগচরে
মন চায়ছে তাহার তরে 
জীবন করিবে দান
করবে জীবন সঙ্গিনী 
না হয় দিবে তাহার তরে প্রাণ ।  
ছবিঃ নেট ।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ ।
২|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:৪১
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:৪১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩২
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩২
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই । শুভ সকাল ।
৩|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:২১
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:২১
রিপি বলেছেন: এত সুন্দর করে কিভাবে লেখেন আপনারা? 
আনেক শুভেচ্ছা জানবেন। 
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৪
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ রিপি আপু শুভ সকাল । 
৪|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৫৫
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৫৫
কাঁচাঝাল বলেছেন: দারুন লিখেছেন ভাই কবিতা । আপনেরা খুব সুন্দর করে লিখেন ।
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫০
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫০
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন সেই শুভকামনা । শুভরাত্রী ।
৫|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৯
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: পাগলা হাওয়া মগ্ন হারা প্রাণ,
প্রতি নিশ্বাস বলছে হৃদয় মালতি তাহার প্রাণ
চায়ছে জোৎসনার জ্বলে করতে স্লান । 
এই লাইন কয়টি মনে ধরেছে ।
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫১
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫১
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনার মনে ধরেছে জেনে লেখাতে উৎসাহ পেলাম ।
৬|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৭
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫২
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫২
কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।শুভরাত্রী ।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৪২
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৪২
বিষাক্ত স্বপ্ন বলেছেন: বাহ