|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কথায় আছে তাহার ষষ্ঠী
যেন মাস এঁসে পাকায় আম কাঁঠাল জষ্ঠী
রসে মুখ ভরপুর মধু
মিছে কথা আছে, থলি ভরা যাদু ।
কর্মে তাহার নাহি গুন,
বলায় আছে থুনথুন,
বাঁজে কানে পুনপুন
শুনলে মাথায় রাগে চরে খুন! 
যেন উপরে আছে কাঁঠ ভালো,
ভিতরে তাহার ধরছে গুন ।
মিছে বলে দিবে অধিকার,
নাই তাহার ন্যায্য বিচার! 
করে সে তাহার দাবীদার,
আসলে তাহা নয় তাহার । 
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৭
০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই ।
২|  ০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৪:০৫
০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৪:০৫
বাংলার নেতা বলেছেন: মঁধু বানান ভুল। মধু হবে, চন্দ্রবিন্দু হবে না। বাংলা বানান রীতি খেয়াল রাখার জন্য অনুরোধ রইল। কেননা, যদি খেয়াল না রাখেন তবে সালাম,বরকত,রফিক,জব্বার সহ আরও নাম না জানা হাজার ভাষা শহীদের আত্মা কষ্ট পাবে! ধন্যবাদ!
  ০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৮
০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৮
কালের সময় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই । ঠিক আছে ভাই ঠিক করে দিচ্ছি ।
৩|  ০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৪:৩৮
০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৪:৩৮
কানিজ রিনা বলেছেন: এমন কেন বলেন, ইংলিশ ও বাংলিশ,
ইংরেজী ও বাংরেজী,।
  ০৬ ই এপ্রিল, ২০১৬  সকাল ৮:৪৬
০৬ ই এপ্রিল, ২০১৬  সকাল ৮:৪৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ
৪|  ০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৫:১৯
০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৫:১৯
কালনী নদী বলেছেন: করে সে তাহার দাবীদার,
আসলে তাহা নয় তাহার । (কথাগুলা বৃষ্টির মতন)
ভাই বাংলার নেতা, মানুষ মাত্রই ভুল আর টেকনিকেলিও অনেক ভুলও আছে। আবার অশূদ্ধ লেখাটাও ঠিক নয়, তাই কেউ হয়ত চায় না ইচ্ছা করে ভুল হোক। তাই আমাদের উচিত একজন আরেকজনকে এমনভাবে সাহায্য করা যাতে সে কষ্ঠ না পায়। অনেক সময় কি-বোর্ড ব্যাঘাতজনিত ভুলও হয়ে থাকে। শূদ্ধ বানান পরীক্ষার জন্য একটি লিঙ্ক দিচ্ছি আশা করি সবার কাজে লাগবে ।
বাংলা পরীক্ষক!
  ০৬ ই এপ্রিল, ২০১৬  সকাল ৮:৪৬
০৬ ই এপ্রিল, ২০১৬  সকাল ৮:৪৬
কালের সময় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
৫|  ০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:৩৭
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: দারুন।
  ০৬ ই এপ্রিল, ২০১৬  সকাল ৮:৪৬
০৬ ই এপ্রিল, ২০১৬  সকাল ৮:৪৬
কালের সময় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:৫০
০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখে যান অবিরত । শুভেচ্ছা আর শুভকামনা