![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের গভীর থেকে ………………
ছিলেম কত আপন দিলে করে পর
তাইতো বন্ধু একবারও এঁসে নিলেনাগো খবর
এখন মনে হয় বেঁচে থেকেও
বন্ধু আমার বসত বাড়ি সবই কবর ।
জানা নাই তোমার
আমি কি বা আছি মন্দ না কি বা আছি ভালো
কি বা আসে যায় বলো
গাঁয়ের রং সাদা কি কালো ।
যদি পারো বন্ধু
মনের সামনে ঢাকা থাকা
যে মনটি আছে আঁকা বাঁকা
তাকে সোঁজা ভাবে খোল
হৃদয়ের গভীর থেকে
ঘুমিয়ে থাকা প্রেমকে জাঁগিয়ে তোল ।
জীবনত একটাই
তাতে একবারই আসে প্রেম
যদি ……….. পারো
তাকে বুকের সাথে চেপে ধরো
নয়ত বুক থাপরিয়ে
প্রেমের বিষ পাণে মরো ।
ছবি ইন্টারনেট ।
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই । আপনি দেখছি অনেকদিন থেকেই কোন পোস্ট দেন না ।
২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪১
গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!!
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
কালনী নদী বলেছেন: প্রেমের বিষপানে ছন্দের ভালোবাসায় বিষও হয়ে যায় মধু!! সুন্দর কবিতা++
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৫
আমি মিন্টু বলেছেন: