![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো স্বাধীনতা,...........
তুমি ছিলে বাংলার মানুষের হৃদয়,
তুমি ছিলে লক্ষ শহীদের রক্ত কনিকা,
তোমার জন্যও পাগল ছিল হাজার জনতা ।
ওগো স্বাধীনতা,..............
তুমি ছিলে বাঁচার একমাত্র স্বপ্ন,
তোমাকে ধরেই ছিল যত স্বপ্ন যত আশা,
সেদিন এসেছিল তুমি
হয়ে আমার মায়ের মুখের ভাষা ।
তুমি আমার না বলা কথা
তোমার মাঝেই শত দুঃখ হাসি কান্না
তোমার বহু রূপ গুন
তুমিই একমাত্র বোঝ এ মনের ব্যথা
তুমি আমার ৫২এর বাংলা ভাষা
তুমি আমার ৭১এর স্বাধীনতা ।।
১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ রাত ১:৪৩
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো কবিতা