![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবুজ বান্দর আবার অনেক দিন পরে আসছি মানুষেরে জ্বালাইতে। আগেই বলছি ব্লগ কেমনে লেখে আমি জানি না, এতো দিন শিখার চেষ্টা করছি, সুবিধা করতে পারি নাই। আমি সামান্য বান্দর, বান্দর হইলেও আমি আইলসা, আমার ভাই বেরাদার রা অনেক কাজ করে, তারা ছোট ছোট বান্দরগো পোকা ধরা শিখাইয়া তাগো বাপেগো কাছ থিকা মোটা মোটা কলা নেয়। আবার কেউ আছে আমগো বান্দর সমাজের নেতাগো পিছে গুরে, কেউ পাশের জঙ্গলের লাল বান্দর কলেজে পড়তে যায়। কেউ কেউ ওইখান থিকা বান্দরনী ধইরা আনে। আবার কেউ বান্দরনীর লগে ওইখানেই থাইকা যায়। আমি এদি কিছুই করি না। আমি সারাদিন আমার জাম গাছের বাসায় শুইয়া বইসা থাকি। আমার এই শুইয়া বইসা থাকা বিফলে যায় নাই। আমি একখানা বান্দর কবিতা কয়েকটা লাইন বানাইছিঃ
ওই দেখা যায় জাম গাছ ওই আমাগো জঙ্গল,
ওই খানে যাইতে পারলে সব বান্দরের মঙ্গল।
কালা টিয়া, পালা টিয়া এইখানে সব আছে,
একটা কইরা ধরতে পারবা উঠতে পারলে গাছে।
বান্দরেরা এই জঙ্গলের সবচে আদিবাসী,
আমরা বান্দর আমরা বেবুন মানুষ আমগো মাসী।
কেমন লাগছে? এখন পর্যন্ত এইটু বানাইছি। মানুষগো মাসী বলছি দেইখা কষ্ট পাইবেন না। মামা বা খালু কইলে কবিতা মিলতো না। আপাতত যাই গা। আম্মা খাওন দিবো এখন না খাইলে না খাইয়া দিন কাটাইতে হইবো।
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫
সবুজ বানর বলেছেন:
২| ১১ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪৪
নাবিক সিনবাদ বলেছেন: কবতে টা কিন্তু সিরাম হইসে
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
সবুজ বানর বলেছেন: দইন্যবাদ বাই,
দুয়া করবেন আমার জইন্য, আমগো জাম গাছের যেইখানে আমি শুইয়া থাকি সেইখানে ছুটো ছুটো খয়রী কালারে পুকা হইছে, বহুত জালায়
৩| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৬
সুমন কর বলেছেন: হাহাহাহা.......কেমন আছেন?
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০
সবুজ বানর বলেছেন: ভালো আছি বাই, দইন্যবাদ.......
৪| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫
ক্লে ডল বলেছেন: বানর তুমি পাবে অনেক বাদাম আর কলা,
যদি নাচ দেখাও উলা লা উলা লা।
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪০
সবুজ বানর বলেছেন: আমি তো নাচতে জানি না, আইলসা বান্দর তো। কেমনে নাচে একটু দেখাইতেন যদি......
বাদাম আমার ফেবারিট, কলা খাই না, কলা খাইলে হাগা পিছলা হয়...
৫| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২
শায়মা বলেছেন: হা হা লাস্ট কমেন্ট পড়ে হাসতে হাসতে মরলাম।
বাঁদর নাচ আই লাইক ভাইয়া।
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪১
সবুজ বানর বলেছেন: না না না মইরেন না, মইরা গেলে নাচ দ্যাকবেন কেমনে?
৬| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
সিগনেচার নসিব বলেছেন: অনেকদিন পর আবার ডিস্টাব দিতে আসছি।
সবুজ বানর আমি তো মজা পাইছি
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১০
সবুজ বানর বলেছেন: ধইন্যবাদ নসিব ভাই। আপ্নাগেরে মজা দেওয়ার জন্যেই ত বান্দরেরা আছে। দুয়া করবেন জানি আরও মজা দিতে পারি।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪৩
শেয়াল বলেছেন: খেক খেক
