![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
শতরূপে তুমি
জাহিদুল ইসলাম
একটা কথা ছিল চোখের পাতার কথা
শুনবে ,প্রাণভরে দেখবে ,বুঝবে আমায় ?
একটা চাওয়া ছিল বুকের ভিতরের চাওয়া
দিবে,কোন প্রশ্ন ছাড়া ,হাসি মুখে আমায় ?
একটা প্রতিবাদ ছিল মেনে নিবে
ব্যথা,আর কাঁদাবে না ,কেবল আমায় ?
একটা অনুনয় ছিল রাখবে ভিতরে
বলো,ছাড়বে না কখনো,নিয়ে যাবে আমায় ?
হাজার প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল
ভালবাসবে ,চিরকাল যতদিন পৃথিবী আছে ,বাসবে আমায় ?
কোন হাসি নেই ,কান্না ঝড়া রোদ নেই
নীল আকাশে মেঘ নেই,চোখে কোন ঘুম নেই
কেবল তুমি আছ বলেই আমি আছি
এমন করে থাকবে মনে রাখবে আমায় ?
ফের তোমার উঠানের তুলসী হয়ে আসবো
ভালবেসে না হয় পূজার ছলে তো আমার কাছে আসবে
তখন তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকবো
যদি হলদে রঙয়ে পুরানো হয়ে যায় ফেলে দিও না
রাখবে কি ,তোমার দেয়াল ভাঙ্গা উঠানে আমায় ?
কত চাওয়া ,সবকিছুর ভিতরে একটা কথাই সত্যি
একটা চাওয়াও চিরন্তর অমর শব্দে গঠিত
ভালবাসি ,চিরকাল ভালবাসবে কি আমায় ?
©somewhere in net ltd.