![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
ধর্ষিত বাংলা
জাহিদুল ইসলাম
রাজপথে আজ হাহাকার আর ধর্ষন
এভাবেই কী পৃথিবীর বুকে অনাচার হবে বর্ষন ।
অপরাধির হস্তমল্লিকা নিয়ে হই হই রই রই
বাংলার মাটিতে পাঁচ বছরের শিশুর ধর্ষিত লাশ পড়ে রই ।
নেই কোন কান্না ..নেই কোন হাহাকার
আমরা স্বাধীন দেশে থেকে হয়ে গেলাম বলৎকার ।
অমৃত প্রাণে পাই অমর জীবন
ধর্ষন হল অমৃত....তা করে কেন হবে মরণ ।
আর কোন দেশে নয় আমার বাংলার মাটিতে
ধর্ষনের বাজ পড়েছে সোনার দেশের ঘাটিতে ....
নারী তোমার কাছে আমার পুরুষত্বের পশুকে জবাই দিয়েছি
আমি ক্ষমা চাই না আমাকে মৃত্যুদন্ড দাও ।।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধর্ষণ বর্ষণ।
কবিতা বেশ লাগল।