![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
কেমন আছো?
ফারজানা আলম রিয়া
কেমন আছো?
কেমন আছি?
খুব ভেতরে, খুব গহীনে,
চলছ- ফিরছি, হাসছি-খেলছি। ফেসবুকিং,চেকিং,ট্রাভেলিং, করছি, করছো?
পেপার পড়া,টিভি দেখা,
সব হচ্ছে?
করছি, করছো?
চলছে, চলছি.......
পার্টি এটেন্ড,গিফিং, শিফটিং, শাড়ির জমিন?
দারুণ, জমকালো তো...... ডিজাইনার ব্লাউজ?
হীরা- পান্না ,মুক্তা সেটিং গয়নাগাটি... চলছে তো বেশ, খুব সাবলীল। ফোন হচ্ছে,ফান হচ্ছে....
দায়- দায়িত্ব, স্বজন- পরিজন, সবই খুশি।
ভালো আছেন?
ভালো আছি,
সব ভালোতো?
খুব ভেতরে কেমন আছি? দহণ-ক্ষত, কষ্ট যত
দারুণ ব্যাথার খবর জানো? জানিও আমায়.....
খুব গভীরে কেমন আছো???
কেমন আছো?
ফারজানা আলম রিয়া
কেমন আছো?
কেমন আছি?
খুব ভেতরে, খুব গহীনে,
চলছ- ফিরছি, হাসছি-খেলছি। ফেসবুকিং,চেকিং,ট্রাভেলিং, করছি, করছো?
পেপার পড়া,টিভি দেখা,
সব হচ্ছে?
করছি, করছো?
চলছে, চলছি.......
পার্টি এটেন্ড,গিফিং, শিফটিং, শাড়ির জমিন?
দারুণ, জমকালো তো...... ডিজাইনার ব্লাউজ?
হীরা- পান্না ,মুক্তা সেটিং গয়নাগাটি... চলছে তো বেশ, খুব সাবলীল। ফোন হচ্ছে,ফান হচ্ছে....
দায়- দায়িত্ব, স্বজন- পরিজন, সবই খুশি।
ভালো আছেন?
ভালো আছি,
সব ভালোতো?
খুব ভেতরে কেমন আছি? দহণ-ক্ষত, কষ্ট যত
দারুণ ব্যাথার খবর জানো? জানিও আমায়.....
খুব গভীরে কেমন আছো???
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
দুঃখী জাহিদ বলেছেন: হয়তো তাই
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
শাহিদ উজ জামান বলেছেন: 'খুব ভেতরে কেমন আছি? দহণ-ক্ষত, কষ্ট যত
দারুণ ব্যাথার খবর জানো? জানিও আমায়....." হৃদয়স্পর্শী দুইটা লাইন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
নাগরিক কবি বলেছেন: সব ভাল থাকার মাঝে
কোথায় যেন
খারাপ থাকা
মুখ লুকিয়ে থাকে।