![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
কলংঙ্ক
জাহিদ মোস্তাফি
যে কলংঙ্ক অভিসারে,
দিলে মোরে এ সংসারে,
অনুরোধ রইলো! শেষ বিদায়ে
সে কলংঙ্ক মুছে দিও।
ফুলের সুভাষ ফুলেতেই থাকে
যা নিয়েছ, তা বরং
যতন করে রেখে দিও!
তাও যদি নাই পারো
মলিন সুভাষ ফিরত দিও।
আজম্ম এক ভুল ফুলেরা
সুভাষ ছড়ায় বন বাঁদরে,
কেউ তারে নেয় বুকে তুলে
কেউবা আবার রাস্তায় ছুড়ে
কলংঙ্ক যে বড় আঘাত!
তাইতো সে পায়ের তলায় পিষে মরে।
হয়তো আমি সুভাষহীন ফুল
এটাই ছিল মোর জীবনের ভুল
সুভাষ ছাড়া সুভাষিত করতে চেয়েছিলুম
তাই কলংঙ্ক! হলো মোর সাথী
জীবন দিয়ে কলংঙ্ক কিনলুম।।
আমার প্রিয়তা
জাহিদ মোস্তাফি
রূপালী আকাশের তাঁরারা পাখা মেলে
উড়ে বেড়াই প্রানান্ত থেকে প্রানান্তকরণে
আর তুমি চেয়ে থাকো অদূর ভবিষ্যতে
কি হবে! কে আসবে! কেনো আসবে?
চাইলে পলাতক আসমী হবো!
ফেরারী হয়ে ঘুরে বেড়াবো তোমারি চারিপাশ
শুধু নয়নের কাজল হয়ে নয়নে থেকো
রূপসী চাঁদ রূপালী রাত সবই তোমাকে দিলাম।
জানি! আমি কেউ না তোমার
তবুও চাও যদি, হতেও পারি অনেক
যেমনটা হয় আঁধারে আলোর ভালবাসা
যেমনটা হয় নয়নে জ্যোতির ভালবাসা।।
প্রতীক্ষায় প্রহর
জাহিদ মোস্তাফি
আমার নিশিদিন-জীবনও প্রাণ
তোমারই তো সব! তাই তোমাতে করেছি দান,
নিরালায় নিরবে কতনা তোমারে ডেকেছি।
কতরাত কেটে গেল চাহিয়া পশ্চিমের পানে
কতদিন অপেক্ষায় আছি, আছি কত সাবধানে
সযতনে তোমারে এই প্রাণে রেখেছি ।
হে প্রিয়! তবুও নিবেনা কাছে, দিবেনা আভাস,
আমার সকলই ফাঁকি, তাই বুঝি এই পরিহাস!
এই জীবন থেকে লাভ কী? লাভ কী থেকে ধরিয়া,
শেষ শ্বাস অব্দি চেয়ে যাব তোমার প্রাণে,
শুধু একটাবার একবার তুমি করিও মনে,
না পেলে তোমার দেখা প্রাণ যে যায় মরিয়া।
ফেইসবুক লিংকে এড হতে পারেন : https://www.facebook.com/jahedul.islam.9469
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬
দুঃখী জাহিদ বলেছেন: অনেক ভালবাসা রইলো
৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা। লিখতে থাকুন অবিরত
শুভেচ্ছা
৪| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: পুরানো স্টাইলে লেখা।
এক সংগে এত কবিতা পোস্ট করার কি আছে।
৫| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++
৬| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০
কানিজ রিনা বলেছেন: ভাল লাগল কবিতা গুল। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫
ধুতরার ফুল বলেছেন: ভালো কবিতা সমুহ।