![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
তুমিই বাংলা তুমিই বাংলাদেশ
জাহিদ মোস্তাফি
যখন তুমি কিশোর দিপ্তীময় যৌবন ,
সাহসের শব্দ দিয়ে গাঁথা তোমার সীমান্ত।
এই ভীতির সংসারে, এই হাহাকারের দেশে
তুমি স্বপ্ন দেখেছো সবুজ শ্যামল এক প্রকৃতির ।
স্মৃতির জানালায় মনে পড়ে গেল!
তোমার অগ্নিবাণী জ্বালাময়ী ভাষণ, প্রতিবাদ।
মনে করে দিয়ে গেল রক্তাক্ত রাত!
কাপুরুষদের নিষ্ঠুরতা!
হায়েনাদের নির্মম হত্যাকাণ্ড।
স্বপ্ন-স্মৃতি দোলে!
তোমার যৌবনের এখনো রেশ কাটেনি,
এসেছে নতুন সহস্রাধিক যৌবন,
এখনো চিৎকারে ভয়াল আর্তনাদ!
মোদের নেতা শেখ মুজিব।
ঢাকা ও কলকাতা কিংবা জাতিসংঘে
তোমার বলীয়ান কন্ঠে জাগ্রত হয়েছে ঘুমন্ত জনতা!
জেনে নিয়েছে বাংলাকে এই অধম্য বাংলদেশকে।
তোমার হয়তো অনেক কিছুই বলার ছিলো,
স্বপ্নও ছিলো মহান! কিন্তু কিছুই বলা হলো না।
তবুও জাগ্রত অতন্দ্রপ্রহীরা,
তোমার স্বপ্নকন্যা হয়ে,
তোমার স্বপ্নের প্রহরী হয়ে,
নিরব নির্ঘুম সৈনিক হয়ে।
স্বরণে বরণে তুমি বঙ্গবন্ধু,
শ্রদ্ধাঞ্জলি তোমায় শেখ মুজিব,
তুমিই বাংলা তুমিই বাংলাদেশ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯
প্রোলার্ড বলেছেন: উনি ভাল লিডার হলেও ভাল রুলার ছিলেন না