![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
মন খারাপের বেলা
জাহিদ মোস্তাফি
সবুজ সমারোহের খানিকটা হলদে মন খারাপ হয়,
মন খারাপ হয় নির্ভীক ছুটে চলা পাখিদের,
সবুজ পাতার আবরণে কদম্বফুলের মন খারাপ হয়,
তৃষ্ণার্ত নাবিকের কিংবা কোলঘেঁষা দুর্গতদের মন খারাপ হয়,
এমনকি হাসি উজ্জ্বল রোদ্র ছায়ার মন খারাপ হয়,
কেবল মন খারাপ হয় না অদম্য কবির, মন খারাপ হয় না কবিতার,
অবান্চিত অপমানে কিংবা অযত্নে অবহেলায়..........
ফেইসবুক : https://www.facebook.com/jahedul.islam.9469
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৭
দুঃখী জাহিদ বলেছেন: তা বটে দাদা
২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১
করুণাধারা বলেছেন: কবিতায় ভাল লাগা।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩
দুঃখী জাহিদ বলেছেন: করুণাধারা তোমায় ধন্যবাদ
৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: মন খারাপ হবেই।
আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, যেন আর মন খারাপ না হয়।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪
দুঃখী জাহিদ বলেছেন: জি ! তাই চলছে......
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৬
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিরও মন খারাপ হয় তবে সেটা মঙ্গলজনক। খুব ব্যতিক্রম না হলে একটা কবিতা প্রসব হবেই।