![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
ছুটি
জাহিদ মোস্তাফি
কবে আসবে নিতে আমায়
কখন দিবে বিদায়?
কবে সাঁজবো বিদায় সাঁজন
কখন বাঁধবে বাঁশের বাঁধন?
কবে হবে আমার ছুটি
কখন মিলবে প্রেমের ঝুটি?
কবে শিল্পী আঁকবে তুলি
কখন মুছবে কালিধূলি?
কবে আসবে সেদিন আমার
কখন দূর হবে সকল আঁধার?
ছুটি! আমার বেলা বয়ে যায়
ব্যস্ত নগরীর ফাঁকা রাস্তায়
মোর জীবনের কখন ছুটি
মিলবে কখন হৃদয় দুটি।।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই
২| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
দুঃখী জাহিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এলটিডি
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভকামনা।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
দুঃখী জাহিদ বলেছেন: শুভ্র দা অনেক ভালবাসা নিও
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
মনের মধ্যে ছুটির ঘন্টা বেঁধে নিলেই দেখবেন ছুটির অভাব নেই । যখন দরকার হবে বাজিয়ে দেবেন !!
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৮
দুঃখী জাহিদ বলেছেন: এ ছুটিতে প্রেমের মিলন হয় না
যে ছুটি আঘাতের তা ছুটি নয়
ছুটি মানেই মিলনের আবেগ.........।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা।