![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
ফোরাতের প্রান্তরে
জাহিদ মোস্তাফি
দশই মহররম মুমিনের
আত্ম-ত্যাগের দিন,
শোকের আবরণে ঢাকল ভুবন
বাজলো শোকের বীণ।
ডঙ্কা বাজলো পৃথিবীর আহাজারিতে
কাঁপলো কারবালার জমীন,
ইয়াজিদ শিমার হইলো পাষাণ
পশুর দিল কঠিন।
মরুর প্রান্তরে নিদারুণ শোক
হৃদয় কেঁদে যারে যার
সত্যের তরে নবজাত সহ
অকাতরে কত জীবন দান।
শোকের মাতম বাজে হৃদয়ে,
ত্যাগের প্রান্তর কারবালা
হোসাইনী প্রাণ জাগ্রত হোক,
জেগে উঠুক সব আত্মভোলা ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
কূকরা বলেছেন: পাঁদগাজির কমেন্ট ইগনোর করুন, সে মানসিক ভাবে কিছুটা অসুস্থ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন:
ইসলামিক রাজতন্ত্রের প্রথম দিকের হত্যার ইতিহাস।