![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
শোকগাঁথা
জাহিদ মোস্তাফি
সখি কাঁদিয়া উঠে পরাণ
ব্যথায় ব্যাকুল এ প্রাণ,
হৃদয় আজ শোকে আচ্ছন্ন
কে ধরিবে কারবালার দামান।
শির দিলো তবুও দিলোনা ঈমান
সেই ঈমান কবে হবে জাগ্রত ,
ধ্বংস হবে সব, ইয়াজিদ বেঈমান,
মুসলিম কবে ধরিবে হোসাইনী আমান।
সখি বেদনা বিধুর কাটে রজনী
বিচ্ছেদে মোর যায় পরানী,
সুন্নাহ সাজে হয়নি এখনো ?
হোসাইনী প্রেমের বলীয়ান প্রেমী।
নবীজীর প্রিয় পরাণের ধন
তাঁদের তরে শত কোটি ক্ষন
সালাত সালাম পাক চরণে,
হোসাইনী প্রেম বক্ষে জীয়নে মরণে।
©somewhere in net ltd.