![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
সাফল্য
জাহিদ মোস্তাফি
একজন ক্ষুধার্তের কাছে সাফল্য মানে তাঁর ক্ষুধা নিবারণ করা,
আর একজন অসুস্থ রোগীর সাফল্য মানে সুস্থ হয়ে ফিরে আসা।
আপনারা তো বিসিএস ক্যাডার, সরকারি চাকুরি
কিংবা কোন মন্ত্রণালয়ের কথা বলছেন?
তাহলে তো কবি নজরুল ,
জীবনানন্দ দাশ,ফররুখ আহমেদ,
তলস্তয় এরা সবাই ব্যর্থ!
ক্লাসের ফাষ্ট হওয়া কিংবা গোল্ডেন পাওয়া কোন সাফল্য না!
কিংবা দেশের প্রধানমন্ত্রী হওয়াও সাফল্য না!
সাফল্য তখন যখন বাঁধ গুলো বন্যা নিয়ে আসে না,
সাফল্য তখন যখন জলের নিচে ফসলেরা পঁচে মরে না,
সাফল্য তখন যখন একটাও ধর্ষণের ঘটনা ঘটে না,
সাফল্য তখন যখন কোন ছাত্রই প্রশ্ন পাওয়ার আশায় থাকে না,
সাফল্য তখন যখন ফুটপাতে মানুষ শুয়ে থাকে না,
সাফল্য তখন যখন খাদ্যশস্যে কোন ভেজাল থাকে না,
সাফল্য তখন যখন সামরিক বাহিনী জনগণের স্বার্থে কাজ করে,
সাফল্য তখন যখন কৃষক তাঁর পরিশ্রমের ন্যায্য মূল্য পায় ।।
আপনারা শিক্ষার হার, জিপিএ ফাইব, স্বর্ণপদকের কথা বলছেন?
রাস্তাঘাট, নদীনালা এসবের কথা বলছেন?
এসবে কিসের সাফল্য? কোথায় সাফল্য?
সাফল্য তখন যখন বেকার শব্দটা কোন যুবকের আত্মহত্যার কারণ হয় না,
সাফল্য তখন যখন ফসল গুলো মাঠে সবুজের সমারোহ ছড়ায়,
সাফল্য তখন যখন নদীগুলো বহমান থাকে,
সাফল্য তখন যখন রাস্তা গুলো ডাস্টবিনে পরিণত না হয় ।।
সফল অনেকে অনেক ভাবেই হয়,
যেমনটা হয় মাদী কুকুর!
যেমনটা হয় বখাটের লম্পট হাত,
যেমনটা হয় সদ্য বিসিএস ক্যাডার হওয়া ঘুষখোর।
হাজার সাফল্য দিয়ে ঘেরা আমার পৃথিবী,
আমার বাংলা, আমার বাংলাদেশ,
তবুও সংবাদের পাতা খুলেই দেখতে হয়
খুনের খবর, ধর্ষণের খবর,নির্যাতনের খবর।
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ আপু
২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
ঠিকি বলেছেন কবি। তবে বাস্তবতায় এসব অবাস্তবতা!
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২২
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ ভ্রমর
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭
রোকসানা লেইস বলেছেন: সত্যকথন
ভালোলাগা