![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
ফিরতি ট্রেন
জাহিদ মোস্তাফি
কোনভাবে হারিয়ে যেতে পারলেই বাঁচি!
যেমনটা হারায় ফুলের অন্তরে মৌমাছির মধু ।
স্বর্গ মর্ত্যে কোনখানেই হদিস মিলবে না!
হারিয়ে গেলেই সুখ! যে সুখ অমলিন,
যে সুখে নিবিড় ব্যথা আক্রোশে কামড়ে ধরে হৃদযন্ত্রের মধ্যভাগে।
প্রশ্ন কেবল প্রশ্ন! মাথার চারিভাগে মস্তিষ্কের অস্তিমজ্জায় !
কেবল কি রূপেই মানুষ?
নাকি দেখতে হুবহু মানুষের মত?
যদি মানুষই হয় তবে পশু হয়ে উঠে কেনো জীবন?
স্নায়ু -চক্ষু হারিয়ে যেতে চাই!
তবুও আটকা পড়ে ,না ভাঙানো ধাঁধায়।
সন্ধিযুক্ত হয় নিজের ইচ্ছের সাথে
আর বেমানান হয়ে ভ্রুক্ষেপ করে নিজেকে।
বড্ড বেমানান এ জীবন!
মৃত্যু জেনেও জানিনা, কি অদ্ভুত!
কি নিদারুন সত্য ভুলে যায়, ভুলের নেশায়।
এই বুঝি শেষ হলো সকল নেশা,
ঘনিয়ে আসলো অমানিশা,
আমার নিঃশেষ হওয়া আয়ু!
কিংবা ছেঁড়া ডায়েরির পাতা ফসকালেই আবর্জনা।
আমার খুব ইচ্ছে হয় হারিয়ে যেতে
তবুও হারানো হয় না,
ফিরত আসি ফিরতি ট্রেনে,
কিংবা হেঁটে চলি চিরচেনা জীবনে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪২
ফেরদৌসা রুহী বলেছেন: জীবন সুন্দর, বেচে থাকা সুন্দর।
হারানোর চিন্তা বাদ দিয়ে জীবন উপভোগ করুন।