![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
স্মরণে শায়খ বোরহান
- জাহিদ মোস্তাফি
ইমামুত্ব ত্বরীক্বত শায়খ বোরহান,
রয়েছে তোমার আধ্যাত্মিক বিজ্ঞানে বিশেষ অবদান।
বিশ্ববরেণ্য আধ্যাত্মিক বিজ্ঞানী তুমি,
তোমার শুভজন্মতে ধন্য বাংলার মাটি পূণ্যভূমি।
ওলীয়ে মোকাম্মেল তুমি, তুমি মহান পুরুষ।
স্মৃতিচারণে চোখদ্বয় অশ্রুশিক্ত, হয়ে যায় বেহুঁশ।
মহান আল্লাহর ইলমে লাদুন্নী দানে,
কৃতী তোমার সৌরভ ছড়িয়ে পড়েছে সমাজের সবখানে।
জীবন দিয়ে করেছো এতিমের সেবা,
বিশ্ব কল্যাণে দানিয়াছ তুমি, দিয়েছো ইসলামের শোভা।
আধ্যাত্মিক বিজ্ঞান তোমার খলা লতিফা মাকামে ধন্য,
বাংলার মানুষ দেখেছে তোমার শান্তির ডাক অনন্য।
হয়েছো "ইমামুত্ব ত্বরীক্বত" তুমি,
তোমাকে পেয়ে ধন্য বাংলা, ধন্য এই বাংলার ভূমি।
তুমি ছিলে মহাসাধক, সুফী আধ্যাত্মিক বৈজ্ঞানিক,
আল্লাহর হাবীবের সুন্নাহর পুনর্প্রতিষ্ঠায় ছিলে সাহসী নির্ভীক।
দ্বীনের দলীল তুমি,জগতে উয়েস সানী,
সালাম জানাই হে চিরতরুন! মরমী সাধক, ধ্যানী।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
বরেন্য কবি বলেছেন: অনেক সুন্দর হয়ছে ভাই