![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
সুফী সাধক হাসিনের(রহঃ) খুব সুন্দর একটি ছেলে ছিলো। বয়স বিশ। তরুন ছেলেটি দেখতে সুন্দর এবং এতই মেধাবী ছিলো যে, শহরের সবাই ছেলেটিকে খুব ভালবাসতেন। একদিন সেই ছেলেটির হঠাৎ করেই মৃত্যু হলো।
ছেলেটির মৃত দেহ দেখে হাসিন(রহঃ) এক ফোঁটাও চোখের জল ফেলেনি। বরং সে হাসছিলো। লোকজন স্বচক্ষে দেখেও কোনোভাবেই সেটি বিশ্বাস করতে পারছিল না। তারা হাসিনকে জিজ্ঞেস করলো, ‘আপনার কি কিছু হয়েছে নাকি পুত্র শোকে এতটাই আঘাত পেয়েছেন যে পাগল হয়ে গেছেন?’
হাসিন(রহঃ) উত্তর দিলেন, ‘না কোনো আঘাত পাইনি। আমি খুব খুব দুঃখ পেয়েছিলাম বটে কিন্তু হঠাৎ করে আমার মনে হয়েছে আমার একমাত্র পুত্রটি জন্ম নেওয়ার পূর্বে আমি পুরোপুরি সুখী ছিলাম। আমি একা ছিলাম এবং কোনোরকম সমস্যাও ছিলোনা। আমি তার অনুপস্থিতিটুকু উপলব্ধিও করিনি। এখন সে বেঁচে নেই, আমিও আমার পূর্বের অবস্থানটি ফিরে পেয়েছি।
একটি স্বপ্নের ইতি হয়েছে। এবং যিনি আমাকে সেই স্বপ্নটি দিয়েছিলেন তিনিই সেটি ফিরিয়ে নিয়েছেন। তাহলে ভাল-মন্দ বিচার করার আমি কে?’
তাই সবসময় কৃতজ্ঞ থাকো। যেখান থেকেই তুমি কোনো সুখ খুঁজে পাওনা কেন কৃতজ্ঞ থাকো কেননা আগামীকাল সেটা নাও থাকতে পারে। তা না হলে তোমাকে সেটির জন্য সংগ্রাম করতে হবে।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: আহারে---
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: খূবই গভীর অন্ত:দৃষ্টির জ্ঞান। বাহ্যত যে আবেগে আমরা আপ্লুত হই প্রতিক্রিয়া দেই-তা খুবই সাধারন!
জ্ঞানের মাত্র ভেদে তার প্রকাশে বদল এলেই আমরা হতচকিত হয়ে পড়ি!
কারণ জ্ঞানের অগভীরতা।
মাত্রাভেদের জগত জয়ের চেষ্টাইতো এখন নেই। ক্ষনিকের গন্তব্যহীন ইদুর দৌড়ে ব্যাস্ত সবাই-
+++ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯
কানিজ রিনা বলেছেন: আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসীইরাই পারে সকল
দুঃখে আল্লাহর উপর ভরসা রাখতে।
ধন্যবাদ সুন্দর উপস্থাপনের।