![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১১.৩০, রাত
১০.০২.২০১৩
ঢাকা
ফোটুক: গুগলি মামা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
যাযাবর৮১ বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
সতত শুভকামনা রইল
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন:
“ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ অবুঝ
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা
আয় দূরন্ত আয়রে আমার কাঁচা”।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
যাযাবর৮১ বলেছেন:
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
সতত শুভকামনা রইল
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
ঘুড্ডির-পাইলট বলেছেন:
কবিতা সুন্দর হইছে । প্রতিবাদিদের অনপ্রেরনা যোগাবে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
যাযাবর৮১ বলেছেন:
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
সতত শুভকামনা রইল
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
নিয়েল ( হিমু ) বলেছেন:
জেগেছে জনতা ।
দাবি একটাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
যাযাবর৮১ বলেছেন:
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
সতত শুভকামনা রইল
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, সব রাজাকারদের ফাঁসি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
যাযাবর৮১ বলেছেন:
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
সতত শুভকামনা রইল
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: amar o dabi aktai rajakarer fasi chai
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
যাযাবর৮১ বলেছেন:
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
সতত শুভকামনা রইল
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
চলতে ফিরতে দেখা বলেছেন: সবাই বলে ১৬কোটি জনগণ তাদের সাথে আছে, তাহলে মোট মানুষ কত কোটি হলো?
-যাদের সমাবেশে লোক ১০০ হয় তারা বলে সবাই তাদের সাথে আছে, আবার ১লক্ষ হলেও তারা একই কথা বলে। আসল রহস্যটা কি?
-আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ কারো সাথেই নেই। তারা শুধু তাদের নিজেদের জীবিকার তাগিদেই ব্যস্ত থাকে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
যাযাবর৮১ বলেছেন:
প্রিয় আকাঙ্ক্ষিত স্বাধীনতা, তোমাকেই চাই
আবার দীপ্ত প্রভাতে, দুঃখিনী মায়ের ছিন্ন আঁচলে
তোমাকে আসতেই হবে স্বাধীনতা
ফাগুন রাঙ্গা উচ্ছ্বাসে, মুক্তিকামী জনতার
বাঁধ ভাঙ্গা জাগরণের মাঝে।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
আমি বাঁধনহারা বলেছেন:
বিচার থেকে কারো নাই নাযাত
হোক সে লীগ,দল অথবা জামাত!!
আমরা বাঙালি,আমরা বাংলাদেশি
আমরা চাই সব রাজাকারের ফাঁসি।
.............................................
কবিতা ভালো লাগল।
+++++++++++
কেমন আছেন? অনেক দিন পর দেখা...।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
যাযাবর৮১ বলেছেন:
আবার নামবো রাজপথে কাঁপিয়ে দিতে
অত্যাচারীর দুঃশাসন, আবার জ্বালাবো অগ্নি
নব সৃষ্টির উল্লাসে, হয়ে চির দুরন্ত দুর্বিনীত।
আনবো আবার নতুন দিন, সূর্যস্নাত
রক্ত রাঙ্গা স্বাধীনতা।
প্রিয় আকাঙ্ক্ষিত স্বাধীনতা, তোমাকেই চাই
আবার দীপ্ত প্রভাতে, দুঃখিনী মায়ের ছিন্ন আঁচলে
তোমাকে আসতেই হবে স্বাধীনতা
ফাগুন রাঙ্গা উচ্ছ্বাসে, মুক্তিকামী জনতার
বাঁধ ভাঙ্গা জাগরণের মাঝে।
বাঁধনহারা আছেন কেমন?
আমি আছি আগের মতন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
shfikul বলেছেন: +++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
যাযাবর৮১ বলেছেন:
পিলাসে পাইরে মনে বড়ই সুখ
আমার হইছে ভাই সুখের অসুখ।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
শান্তা273 বলেছেন: জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
জয় বাংলা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
যাযাবর৮১ বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
বাংলার হাসান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++
স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।
একজন সচেতন ব্লগার ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে এই লেখায় আপনার মূল্যবান মতামত আশা করছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
যাযাবর৮১ বলেছেন:
যুগে যুগে জন্মেছে হায়েনার দল
পুষ্ট হয়েছে তারা, মাতৃভূমির আলো ছায়ায়
তাদের হাত আজো রঞ্জিত হয়
নগ্ন প্রমত্ত নিষ্ঠুর উল্লাসে।
ওরা কারা?
ওরা কি চায়?
ওরা আর কত রক্ত চায়?
ধন্যবাদ আপনাকে।
ভাইজান আমি মতামত জানাব।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: +++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
যাযাবর৮১ বলেছেন:
পিলাসে পাইরে মনে বড়ই সুখ
আমার হইছে গো সুখের অসুখ।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। কেমন আছেন?
আই মিস ইউ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
যাযাবর৮১ বলেছেন:
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
স্বর্ণাজি আছেন কেমন?
আমি আছি আগের মতন
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
তাসজিদ বলেছেন: ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
+++++++++++++++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
যাযাবর৮১ বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
অদৃশ্য বলেছেন:
ওরা মরেনি, মরবেওনা কোনদিন
দেখো লক্ষ নক্ষত্রের স্ফুলিঙ্গে সেইসব আর্তনাদ কেমন প্রতিবাদ হয়ে যায়, প্রতিশোধ নিতে
শুভকামনা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০
যাযাবর৮১ বলেছেন:
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
১১স্টার বলেছেন: জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
যাযাবর৮১ বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
ইখতামিন বলেছেন: +++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
যাযাবর৮১ বলেছেন:
পিলাসে পাইরে মনে বড়ই সুখ
আমার হইছে ভাই সুখের অসুখ।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মিজভী বাপ্পা বলেছেন: গণদাবী একটাইঃ ফাঁসি চাই ফাঁসি চাই!!!যুদ্ধাপরাধী সব রাজাকারের ফাঁসি চাই!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০
যাযাবর৮১ বলেছেন:
আবার চাই বিপ্লব
আবার চাই রক্ত
আবার চাই রুদ্র ৭১,
আছে যারা ঘুমন্ত
ধরোরে হাল হয়ে প্রাণবন্ত।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
স্পাইসিস্পাই001 বলেছেন: জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই