নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর..................

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

যাযাবর৮১

কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যাযাবর৮১ › বিস্তারিত পোস্টঃ

কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫





বসন্ত আজ যে আবার এসেছে

আগুন ঝরা উত্তাল বানে

ধূসর জীবনের পাতায় পাতায়

রক্ত রাগে দ্রোহের গানে।



জাগরণ জেগেছে নব প্রজন্ম

প্রদৃপ্ত প্রজন্ম চত্বর

আবার জনতা খুঁজে পেয়েছে পথ

চাইছি আবার একাত্তর।



হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন

গণদাবি আজকে একটাই

জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে

কলঙ্ক মুক্তি চাই।





১০.৩০,সকাল

১৩.০২.২০১৩

ঢাকা





ফোটুক: গুগলি মামা

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

অনীনদিতা বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

যাযাবর৮১ বলেছেন:

হোক অহংকার

জাতীয় জীবনে বাড়ে কেবলি ব্যবধান
ভুল শুদ্ধ বিবাদে জাতি বিবদমান,
ক্রমাগত ব্যর্থতা কোথায় সমাধান
ভুলে ভুলে জাতি আজ আঁধারে ধাবমান।

সংঘাতে খুলে নারে মুক্তির দ্বার
দিনে দিনে আরো বাড়ে এ ব্যর্থতার ভার,
পতিত জাতি আবার হয়েছে পথহারা
সময় হলো থামাও এ পতনের ধারা।

বিভেদের মাঝেও চাই আবার ঐক্য
দেশের স্বার্থ আগে ভুলো মতানৈক্য,
দৃঢ় প্রত্যয়ে জানাও দৃঢ় অঙ্গীকার
স্বোপার্জিত এ দেশ হোক অহংকার।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

অদৃশ্য বলেছেন:




হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন


শুভকামনা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

যাযাবর৮১ বলেছেন:

ফাগুন বন্দনা

রিক্ত প্রাণে ঝরুক ফাগুন
সিক্ত চোখে জাগুক আগুন,
পলাশ শিমুল কৃষ্নচূড়ায়
আসুক না রং রঙ্গিন ছোঁয়ায়।
লাগুক দোলা বনে বনে
ফাগুন দিনের এই না ক্ষনে,
নতুন সাজে সাজুক ঊষা
ব্যক্ত হোক পূর্ণ ভাষা।
বন্দনা গীতি মূর্ছণার সুরে
ধ্বনিত হবে অন্তর অন্তরলোকে।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

স্পাইসিস্পাই001 বলেছেন: হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

জয় বাংলা .....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

যাযাবর৮১ বলেছেন:

সনেট: নতুন দিনের স্লোগান

বদলে যাও মনেতে বদলে দাও না
ভালোবাসো এ স্বদেশ সোনার এ দেশ,
ভাবো না নতুন করে সুন্দরো ভাবনা
তবেই জাগবে প্রাণ হবে আগুয়ান।
ভয় কিসের,জাগবে, ষোল কোটি প্রাণ
প্রাণের রুদ্ধ আবেগে এক স্লোগান,
ব্যর্থতা গ্লানি দুমরে হবে মহীয়ান
দীনতা হীনতা ছেড়ে জাগুক না প্রাণ।

পতনে পতনে শেষ আর কত বাকি?
জ্বরা জীর্ণ এ স্বদেশ লজ্জা কোথা রাখি!
জাগো জাতি জাগো প্রাণ পূর্ণ করো গতি
ভাঙ্গো বাধা গাও গান স্বপ্ন দেখো আজি।
এ শৃঙ্খল করে ছিন্ন করিবে প্রমাণ
আমরাও কম নই সমানে সমান।।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

ইখতামিন বলেছেন:
২য় ভালো লাগা.


এই বঙ্গমাতা অচিরেই কলঙ্কমুক্ত হবে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

যাযাবর৮১ বলেছেন:

এবার কিছু করো (গীতি কবিতা)

মাগো তোমার করুণ দশা
দৈন্যতা ঘুচেনি আজো
আজো তোমার চোখে অশ্রু
লজ্জায় আঁচল ঢাকো।

চৌদ্দ কোটি সন্তান তোমার
ঘুমিয়ে আজো আছে
দেশ মায়েরি দৈন্য দশা
দূর হবে কবে?

নিজের কথা ভাবছি সবাই
মায়ের কথা ভুলে
নিজের স্বার্থে বিকিয়ে দিচ্ছি
দীন দুখিনী মারে।

যে মায়ের মায়ার ছায়া
গিয়েছি আমরা ভুলে
সে মায়েরে লাঞ্চিত করি
কতটা নগ্ন ভাবে।

আধার ছেড়ে আলোর পথে
এবার সবাই জাগো
দীন দুখিনী মায়ের ত্বরে
এবার কিছু করো।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

জাকারিয়া মুবিন বলেছেন: ৩য় ভাললাগা দিয়ে গেলাম। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

যাযাবর৮১ বলেছেন:

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

শিপন মোল্লা বলেছেন: ফাগুনের আগুনে সকল দলে লুকিয়ে থাকা সব রাজাকার পোড়াতে হবে”


বাহ শ্লোগানের কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

যাযাবর৮১ বলেছেন:

আরাধ্য স্বাধীনতা

এই সেই বাহাদুর শাহ্‌ পার্ক
বিপ্লবীদের আত্মত্যাগ আজো
আমি শুনতে পাই,
তারা চিত্কার করে বলে, স্বাধীনতা
আজো আসে নাই।

যুগে যুগে জন্মেছে হায়েনার দল
পুষ্ট হয়েছে তারা, মাতৃভূমির আলো ছায়ায়
তাদের হাত আজো রঞ্জিত হয়
নগ্ন প্রমত্ত নিষ্ঠুর উল্লাসে।
ওরা কারা?
ওরা কি চায়?
ওরা আর কত রক্ত চায়?

একেকটি মৃত্যু আমাদের চোখের সামনে
চোখে আঙ্গুল দিয়ে,
বিবেকের কাছে হাজার প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করে
ঘুমিয়ে থাকা আর কত?
এইভাবে কি বাঁচা যায়?
এর নামই কি জীবন?
এই কি স্বাধীনতার প্রাপ্তি?

প্রিয় ভাই বিশ্বজিৎ,
অভাগা দেশের দুর্ভাগা নাগরিক ছিলে তুমি,
আজ তুমি অনেক দূরে, যেখান থেকে
কেউ কখনো আসে না ফিরে!
কি ছিল তোমার অপরাধ!
স্বাধীন দেশে তথাকথিত ছাত্র রাজনীতির
কি নির্মম শিকার হলে তুমি!
লাথি মারি সেই নগ্ন রাজনীতির মুখে
বিদ্রোহী হয়ে চিত্কার দিয়ে বলি,
আবার চাই বিপ্লব
আবার চাই রক্ত
আবার চাই রুদ্র ৭১,
আছে যারা ঘুমন্ত
ধরোরে হাল হয়ে প্রাণবন্ত।

আবার নামবো রাজপথে কাঁপিয়ে দিতে
অত্যাচারীর দুঃশাসন, আবার জ্বালাবো অগ্নি
নব সৃষ্টির উল্লাসে, হয়ে চির দুরন্ত দুর্বিনীত।
আনবো আবার নতুন দিন, সূর্যস্নাত
রক্ত রাঙ্গা স্বাধীনতা।
প্রিয় আকাঙ্ক্ষিত স্বাধীনতা, তোমাকেই চাই
আবার দীপ্ত প্রভাতে, দুঃখিনী মায়ের ছিন্ন আঁচলে
তোমাকে আসতেই হবে স্বাধীনতা
ফাগুন রাঙ্গা উচ্ছ্বাসে, মুক্তিকামী জনতার
বাঁধ ভাঙ্গা জাগরণের মাঝে।



পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল
+++++++++++++

‘‘ফুল ফুটেছে,ফুল ঝড়েছে
মন হয়েছে উদাস।
চারিদিকে বইছে দেখ
ফাগুনের বাতাস।”

-বাঁধনহারা


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

যাযাবর৮১ বলেছেন:

মুক্তি

দিনে দিনে গেল আজ চলে
..আরো একটি বছর,
স্বাধীনতার ঐ লাল সূর্য
..হয়েছে কেন ধূসর?

সংগ্রামে ত্যাগে অগ্নি জাতি
..ঘুমন্ত কেন যে তবে?
সোনার দেশ লুণ্ঠিত আজি
...কতটা নগ্ন ভাবে!

লাখো শহীদের রক্তে ভেজা
..আজো কাঁদে যে জননী,
পথোহারা জাতি নাই দিশা
...কাটে নারে ঐ রজনী্।

হারিয়ে গেছে চার দশক
.....সময় নয়তো কম,
এমন করে হলে পতন
..থাকে কি জাতির দম?

শৃঙ্খল বাধা জঞ্জাল ঠেলে
..দৃপ্ত প্রাণে ছুটো আজ,
হাতে হাত রেখে হাতে নেরে
...দেশ গড়ার কাজ।

নতুন স্বপ্ন নতুন করে
..জাতির প্রাণে জাগুক
দারিদ্রতার শৃঙ্খল ভেঙ্গে
..পূর্ণাঙ্গ মুক্তি আসুক।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

রোকেয়া ইসলাম বলেছেন: হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
দারুন... অসাধারন কবিতা।
সুন্দর লেখার জন্য ১০০ টা প্লাস আর অনেক ভালো লাগা।

দাবী আজ শুধু একটাই।
সব রাজাকার আর দেশদ্রোহীর ফাঁসি চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

যাযাবর৮১ বলেছেন:

জনতার মুক্তির শপথ

ঐ লুটেরা লুটে যায় হরিলুটের দেশ
আমজনতা সয়ে সয়ে হয়রে নিঃশেষ,
দূর্নীতির করাল গ্রাসে সোনার এ দেশ
হায়রে আমার দুখিনী মা, বাংলাদেশ।
এভাবে চলবে কত, কত আর সইবে
জনতার মুক্তির কথা কবে কে কইবে?
শোষণে শোষণে বঞ্চিত অসহায় প্রাণ
ক্ষুধিতের আহাজারি এ যেন অফুরান!
মায়ের আঁচলের কি যে জরাজীর্ণ দশা
তবুও শোষকের বাড়ে শোষণের নেশা,
অশ্রুর ফোঁটায় ফোঁটায় ব্যথার সিন্ধু
আর কত ঝরবে,কত রক্ত বিন্দু বিন্দু?
এভাবেই দিন গেলে বৃথা মুক্তির আশা
শাণিত হবে কবে মুক্তির তৃষিত তৃষা?
আমাদের মুক্তি জানবে,আমাদেরি হাতে
মুক্তি কখনো আসে নারে বিনা রক্তপাতে।
আবার চাই রুদ্রমূর্তি অগ্নি ঝরা দিন
বঞ্চিত অসহায় মুক্তির শপথ নিন।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

শান্তা273 বলেছেন: হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

কলঙ্ক মুক্ত দেশ গড়িতে
রাজাকারদের ফাঁসি চাই,
রাজাকারদের ফাঁসি দিয়ে
সোনার বাংলা গড়তে চাই।

জয় বাংলা।
ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

যাযাবর৮১ বলেছেন:
জাগোরে জাগোরে

জাগোরে জাগোরে স্বপ্ন দেখোরে
বাঁধারে মোরা করব জয়
করিস কেন কিসের ভয়
আধারে আধারে বন্দি কেনরে?

দুঃখ মাঝে অরুণ রাগে
জীবন যাবে পূর্ণ বেগে,
বাঁধার বাঁধন পায়ে ঠেলে
এগিয়ে যারে শক্তি নিয়ে।

জাগবে আলো হৃদয় মাঝে
ছড়িয়ে দিবো সকল কাজে,
আলোয় আলোয় রাঙ্গিয়ে দিবো
সোনার আলোয় জাগিয়ে যাবো।

ঘুমিয়ে আছে মানুষ যতো
হবে না যে আর আশাহত,
দেখবে পৃথিবী দেখবে এবার
জাগবে বাঙ্গালী জাগবে আবার।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

যাযাবর৮১ বলেছেন:

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

স্বপনবাজ বলেছেন: আকাশে ফাগুন ,
বাতাসে ফাগুন
রাজাকারের বাচ্চারা তোরা ফাসির ও দিন গুন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

যাযাবর৮১ বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।


পাশে থাকুন ......
পাশে রাখুন...
ভাল থাকুন সতত। :)

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মামুন হতভাগা বলেছেন: হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.