![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
যদিও আমি পথহারা পথিক
তবুও আমি জীবনকে অন্যভাবে সাজাই,
কেউ আমায় অপারগতার ব্যথায়
জ্বালিয়ে পুড়িয়ে গেছে বলে
আমি আজ আর আহত হই না।
আমার পৃথিবীটা এখন অনেক বড়
সেখানে ভালবাসার অনুষঙ্গ আমাকে
স্পর্শ করে, আরো গভীর থেকে
গভীরে, যতটা করলে মানুষ মানুষ হয়ে উঠে।
মাসের প্রথমে বেতন পেয়ে ছুটে যাই
গরীব অসহায় শিশুদের মাঝে।
বিপুল উৎসাহে নতুন জামা খাবার দিয়ে
আমি তৃপ্ত হই অন্যরকম ভালবাসার সুখে!
যখন দেখি অসহায় কোনো মানুষ
জীর্ণ কাপড়ে দাঁড়িয়ে, আমি তখন তার দেহ
ঢেকে দেই ভালবাসার পরম ছোঁয়ায়,
সেই অসহায় মানুষের হাসিটা আমাকে প্রাণ দেয়।
সময় পেলেই ছাদের চড়ুইদের খেতে দেই চাল ডাল
ওরা কিচির মিচির করে স্বর্গীয় সুখে
আমাকে ভাসায়,আমি আনন্দিত হই
শত অপ্রাপ্তির মাঝেও অন্য এক প্রাপ্তিতে।
অনেক যত্ন আত্তিতে প্রিয় গন্ধরাজ গাছটি আজ সুশোভিত
জল দিয়ে পরম যত্নে বুলিয়ে দেই হাত,
আলতো করে ছুঁয়ে বলি কিরে কেমন আছিস?
তোর তো আমার মতো বোবা কষ্ট থাকার কথা নয়!
এভাবেই আমার এক একটি দিন কেটে যায়
এক একটি মাস, বছর কেটে যায়
অন্যরকম ভাবে, তোমারো সময় হারিয়ে
জীবন ধূসর ধূম্র হয়, জীবনের নিয়মে।
তবুও আমি এক বুক কষ্ট চেপে বলি
বেশ আছি, ভালই আছি, সুখেই আছি।
অপূর্ণ স্বপ্নের মাঝে নানা স্বপ্নের বীজ বুনে
দেহ মন্দিরে ঘুণ ধরেছে সময় যাচ্ছি গুনে।
১০.৩০,সকাল
১৪.০২.২০১৩
ঢাকা
ফোটুক: গুগলি মামা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
যাযাবর৮১ বলেছেন:
এ দিল বহুত খুশ হুয়া
রইলো প্রাণ থেকে দোয়া
ভাইজান আসুক বার বার
জমে উঠবে অধমের দরবার
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
shfikul বলেছেন: +++++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
যাযাবর৮১ বলেছেন:
পেলাম আপনার প্লাস
লিখা হবে যে ক্লাস
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: +++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
যাযাবর৮১ বলেছেন:
নাই কেন কথা
বুকে বুঝি ব্যথা?
গল্পের রুপকল্প
জীবন নয় অল্প,
ছাপিয়ে যাও তারে
তপ্ত হৃদয়ের ধারে।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
লেখক বলেছেন:
নাই কেন কথা
বুকে বুঝি ব্যথা?
গল্পের রুপকল্প
জীবন নয় অল্প,
ছাপিয়ে যাও তারে
তপ্ত হৃদয়ের ধারে।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
+++++++++++++++++++++
অনেক পছন্দ হয়েছে !!!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় আমার নাম রাখার জন্য বসেশ ধইন্যা ভ্রাতা ++++++++++++++
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: বিশেষ হবে , সরি
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
যাযাবর৮১ বলেছেন: ওকে বন্ধু
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শিপন মোল্লা বলেছেন: অ হে কবি কি করে যে বলি তোমার এ কবিতার খানি হয়েছে ভারী সুন্দর। ++++
অনেক ভাল লাগা রেখে গেলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
যাযাবর৮১ বলেছেন:
ভাল লাগা নিয়ে নিলাম
শুভকামনা দিয়ে গেলাম
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
মেহেরুন বলেছেন: Click This Link
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভেরি গুড./.. নিজের কথা সহজ কথায়>...
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
কায়সার ইয়াসিন বলেছেন: ভাল লাগা