নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর..................

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

যাযাবর৮১

কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যাযাবর৮১ › বিস্তারিত পোস্টঃ

হে বসন্ত বৈরী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩





সুপ্রাচীন মহাকাব্যের চিত্রণে আজ জেগেছে কালপুরুষ

দীর্ঘ সাধনার প্রিয় আরাধ্য চাওয়ার প্রাপ্তিতেই হোক শেষ;

কামনার কুহকে কিংকর্তব্যবিমূঢ় কান্তারে করি কাম্য

প্রিয়ার পরিপূর্ণ প্রেমো বন্ধনে বন্দী হয়ে হতে চাই ধন্য।



চঞ্চলো চপলো নীলাম্বরীর নীল নীল নয়নে নিমগ্নতা

নিষ্প্রাণ ধুধু জীবনে বশ্যতা করিব স্বীকার পেতে পূর্ণতা,

এই মনের বিষাদনীলিমায় বিষাক্ত বিষণ্ণতার প্রকাশ

মুক্তির মন্দিরে আসবেই আসবে তুমি এ আমার বিশ্বাস।



অকালের আকালে সর্বংসহা জীবনে নিঃসঙ্গ পৌরুষ

আরাধ্য সন্তাপের ত্বরে কতোটা বিক্ষুদ্ধ হৃদয়ের উন্মেষ!

উদভ্রান্ত যৌবন তৃষ্ণায় তৃষ্ণার্ত প্রেমে আজো বন্য হয়ে হন্য

কামনার কাননে দূরন্ত ফাগুনে ভ্রমর হতে চায় ধন্য।



কি চাও প্রিয়া কতটা মূল্যে পেতে পারি নিখাদ ভালবাসা

কতটা ত্যাগে পরিপূর্ণ হবে এই অধমের অপূর্ণ আশা?

যদি তর্জনী হেলাও দিতে পারি জীবন ছাড়বো বর্ণ গোত্র

এ জীবনের হোও রাণী সেথায় থাকুক না তোমার রাজত্ব।



জেনে রেখো পাবেই পাবে আমার হাজার লক্ষ কোটি চুম্বন

তোমার বক্ষের পর্বত চূড়োয় হোক লাভার উদ্‌গীরণ,

সিংহ গর্জনে প্রবল প্রতাপে কম্পিত কর্ষণে কর্ষণে

দুটি দেহ এক আত্মা উচ্ছল হবেই হবে পূর্ণ আলোড়নে।



ত্রাহি ত্রাহি জীবনে ব্যর্থতার উপাখ্যান ঝেরে উদিবে রবি

নীলকণ্ঠের সংগ্রামে আমন্ত্রণ রইলো হে বসন্ত বৈরী।



**********************************************************



**এই কবিতাটি গত বসন্তে ব্লগে প্রকাশ করেছিলাম। আজ আবার করলাম। সাথে এই বসন্তে লিখা একটি কবিতা যোগ করলাম।



হে বসন্ত বৈরী ছিলে তুমি গত ফাগুনে

পথহারার সময় যাচ্ছে আজ আগুনে।




**********************************************************





পথহারার সময়



যদিও আমি পথহারা পথিক

তবুও আমি জীবনকে অন্যভাবে সাজাই,

কেউ আমায় অপারগতার ব্যথায়

জ্বালিয়ে পুড়িয়ে গেছে বলে

আমি আজ আর আহত হই না।

আমার পৃথিবীটা এখন অনেক বড়

সেখানে ভালবাসার অনুষঙ্গ আমাকে

স্পর্শ করে, আরো গভীর থেকে

গভীরে, যতটা করলে মানুষ মানুষ হয়ে উঠে।



মাসের প্রথমে বেতন পেয়ে ছুটে যাই

গরীব অসহায় শিশুদের মাঝে।

বিপুল উৎসাহে নতুন জামা খাবার দিয়ে

আমি তৃপ্ত হই অন্যরকম ভালবাসার সুখে!

যখন দেখি অসহায় কোনো মানুষ

জীর্ণ কাপড়ে দাঁড়িয়ে, আমি তখন তার দেহ

ঢেকে দেই ভালবাসার পরম ছোঁয়ায়,

সেই অসহায় মানুষের হাসিটা আমাকে প্রাণ দেয়।

সময় পেলেই ছাদের চড়ুইদের খেতে দেই চাল ডাল

ওরা কিচির মিচির করে স্বর্গীয় সুখে

আমাকে ভাসায়,আমি আনন্দিত হই

শত অপ্রাপ্তির মাঝেও অন্য এক প্রাপ্তিতে।

অনেক যত্ন আত্তিতে প্রিয় গন্ধরাজ গাছটি আজ সুশোভিত

জল দিয়ে পরম যত্নে বুলিয়ে দেই হাত,

আলতো করে ছুঁয়ে বলি কিরে কেমন আছিস?

তোর তো আমার মতো বোবা কষ্ট থাকার কথা নয়!



এভাবেই আমার এক একটি দিন কেটে যায়

এক একটি মাস, বছর কেটে যায়

অন্যরকম ভাবে, তোমারো সময় হারিয়ে

জীবন ধূসর ধূম্র হয়, জীবনের নিয়মে।

তবুও আমি এক বুক কষ্ট চেপে বলি

বেশ আছি, ভালই আছি, সুখেই আছি।

অপূর্ণ স্বপ্নের মাঝে নানা স্বপ্নের বীজ বুনে

দেহ মন্দিরে ঘুণ ধরেছে সময় যাচ্ছি গুনে।



মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

বোকামন বলেছেন:




সিংহ গর্জনে প্রবল প্রতাপে কম্পিত কর্ষণে কর্ষণে
দুটি দেহ এক আত্মা উচ্ছল হবেই হবে পূর্ণ আলোড়নে।

দারুণ

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

shfikul বলেছেন: +++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।
+++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

একজন আরমান বলেছেন:
চমৎকার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: নীলকণ্ঠের সংগ্রামে আমন্ত্রণ রইলো হে বসন্ত বৈরী
ভালো লাগলো ......

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভাল লাগলো

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

আলম িসিিদ্দকী বলেছেন: Valo laglo.
Valo thakun.

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মেহেরুন বলেছেন: Click This Link

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

চুক্কা বাঙ্গী বলেছেন: ভাই আপনার লেখার স্টাইল চমৎকার। প্রেমের গান লিখেন না?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ত্রাহি ত্রাহি জীবনে ব্যর্থতার উপাখ্যান ঝেরে উদিবে রবি
নীলকণ্ঠের সংগ্রামে আমন্ত্রণ রইলো হে বসন্ত বৈরী। ,,,,,,,,,ভাল লাগলো

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

আমি বন্য বলেছেন: ভায়া কই হারায় গেলেন???

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: মনোরম লাগল +
ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

মায়ামৃগ বলেছেন: ভাল লাগল।++++++ নতুন পোস্ট দিয়েছি, যথারিতী স্বপ্ন বালিকা কে নিয়ে।পারলে পড়বেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৭| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৩২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শব্দ ছন্দ গুড.. শুভকামনা..

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নতুন কবিতা কোথায় কবি !!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৯| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :( :( :( :( :( :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

যাযাবর৮১ বলেছেন:
অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: ++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

যাযাবর৮১ বলেছেন:

অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.