নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর..................

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

যাযাবর৮১

কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যাযাবর৮১ › বিস্তারিত পোস্টঃ

কোরবানি ভাবনা

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯





গরুরা ছিল মাঠে

দাঁড়িয়ে আছে ঘাটে

হরেক দামে খাটে

যাচ্ছে তারা হাটে।



গরুর গলে মালা

লাফিয়ে বাড়ে জ্বালা

রাখাল বলে হালা

পিটিয়ে দিয়ে নালা।



জুটছে নাকো খানা

মিলছে নাতো দানা

শক্ত রশি টানা

আপদে আছে নানা।



তাইতো চোখে জল

নাইকো আর বল

তবুও ছুটে দল

রাখাল হাঁকে চল।



প্রাণের বোবা দুখ

মালিকে পায় সুখ

টাকায় দেয় ফুঁক

হাসিতে ভরা মুখ।



ত্যাগের কথা ভুলে

কিনেই মাথা দুলে

বাহবা পেয়ে ফুলে

অহং তার মূলে।





পাদটীকাঃ

ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক প্রতিটি কোরবানি। লোক দেখানোর জন্য নয় এই প্রথা। কোরবানির দ্বারা মানুষ যেন তার ভিতরের পশু প্রবৃত্তিকে বিনাশ করতে পারে। সেই চিন্তা উদয় হোক প্রতিটি মুসলমানের অন্তরে। ও ভাল কথা, আরও একটা বিষয় না বললেই নয়। পশুরা বোবা প্রাণী। পশু পরিবহনে বিক্রেতা ও ক্রেতার আরও যত্নবান হতে হবে। ঠিক মতে যেন পশুরা পানি, খাবার এবং বিশ্রাম পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বিক্রেতারা ব্যবসা এবং ক্রেতারা লোক দেখানো মনোভাব থেকে দূরে সরে আসতে হবে। তবেই কোরবানির পবিত্রতা রক্ষা পাবে এবং কোরবানির লক্ষ্য ও উদ্দেশ্য বহু গুণে বেড়ে যাবে। মুসলমান জাতি ফিরে পাক তার প্রতিটি সুন্দর প্রথা এবং আলোকিত হোক সর্বশ্রেষ্ঠ জাতিতে।



# ফোটুক গুগলি মামা 

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

যাযাবর৮১ বলেছেন:
আছুইন কেমন? ভালুতো:)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

জামাল হোসেন (সেলিম) বলেছেন: সুন্দর ছড়া লিখেছেন ভাই কোরবানীর পশু নিয়ে।
পাদটিকাটি আরো ভালো লাগলো।
সকলের মাঝে মানবতা বোধ জাগ্রত হোক, এই কামনা করি।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

যাযাবর৮১ বলেছেন:


যাযাবরের দিল খুশ হুয়া :)
অন্তর থেকে করি যে দুয়া :)



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছড়া ভাল্লাগছে । ভাই মনে হয় গরুর বাজার থেকে মাত্রই ফিরলেন ! :D

++ দিলাম ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

যাযাবর৮১ বলেছেন:

ঠুসা দিল হাম্বা:((
ধরি এক খাম্বা/:)
লাফ দেই লম্বা:|


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অস্থির লিকেছেন মশায়। B-))

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

যাযাবর৮১ বলেছেন:

অস্থির লিকেছেন মশাই B-))
অস্থির বলিছেন রসাই ;)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
মজার তো।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪

যাযাবর৮১ বলেছেন:

পাইছেন বুঝি মুইজা :P
আপনারে যাই খুঁইজা;)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

ইকরাম উল হক বলেছেন:

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

যাযাবর৮১ বলেছেন:

পাইচিই সুপার লাইকো:)
লুইজ্জা লাগে গো :!> :#>
আমি তো আর নাইকো:-B


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো হইসে ছড়া। শুভেচ্ছা।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

যাযাবর৮১ বলেছেন:

হইছে বুঝি ভালা:)
দূর হোক আঁধার কালাB-)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: মজার ছড়া।:)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

যাযাবর৮১ বলেছেন:

শায়মা বলেছে মজার এক ছড়া !:#P !:#P !:#P
সামনে লিখুম আরো কড়কড়া :-B :-B :-B


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

শুভ পাটগ্রাম বলেছেন: নতুন পোষ্ট দিছি ভাই
মাগার তোমার খবর----ই নাই------

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৬

রাসেলহাসান বলেছেন: :) :) B-) ;)

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কই গেলেন ভাইডি
বহুদিন পর এসছি...

১২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

ছন্দে ছন্দে দা্ওয়াত দিয়ে এসেছিলেন সেটা দেখে আপনার কথা মনে পড়ে গেল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.