![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
আমি আর আসবো না ফিরে
এই হাডসন নদীর তীরে
যেতে চাই আমি বারে বারে
প্রিয় কর্ণফুলির পাড়ে।
হৃদয় কাঁদে তাই রহি রহি
কেমনে আমি তা যে সহি
বুঝি এ যাতনা
বুঝানো যায় না !
সপ্ন বুনে তাই
বন্য হয়ে যাই।
খুলেছি মোর হৃদয় দ্বার
ভুলতে চাই যত আঁধার
আকুল প্রাণে ব্যাকুলতা
বুঝে নিও না বলা কথা।
আসবো তাই অমি ফিরে
তোমার হৃদয় নীড়ে
আসবো অমি বারে বারে
প্রিয় কর্ণফুলির পাড়ে।
১১.৩০, রাত
১৫.০২.২০১৫
নিউ ইয়র্ক
ফোটুক দিছে গুগলি মামা ;-)
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩১
যাযাবর৮১ বলেছেন:
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।
কেমন আছেন ভাই?
শুভকামনা দিয়ে যাই।
২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৮
যাযাবর৮১ বলেছেন:
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩
আরজু পনি বলেছেন:
বাহ
কবিতায় ভালো লাগা রইল।
আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।
আশা করি আবার নিয়মিত হবেন ।
অনেক শুভকামনা রইল।
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩
যাযাবর৮১ বলেছেন:
নিয়মিত হব ইনশাল্লাহ্।
আপনাকে দেখে
এ দিল খুব খুশ হুয়া
প্রাণ থেকে করি দুয়া
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৪| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯
যাযাবর৮১ বলেছেন:
ফেইসবুকে করুন যুক্ত
আমার লিংক অবমুক্ত
আমার ফেইসবুক লিংক
https://www.facebook.com/mohammed.salay.1
৫| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৭
শায়মা বলেছেন: বাহ ভাইয়া একদম কর্নফুলি নদ মহাকাব্য।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯
যাযাবর৮১ বলেছেন:
বাহ ভাইয়া একদম কর্নফুলি নদ মহাকাব্য।
আমার লইজ্জা করে এত্ত বড় তুলনা :!> :#> :!> :#>
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৬| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১০
যাযাবর৮১ বলেছেন:
ভালোলাগা নিয়ে নিলাম
শুভকামনা দিয়ে গেলাম।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
হাসান মাহবুব বলেছেন: আরে আপনি কোথা থেকে!